Site icon Trickbd.com

[Alert] রানসামওয়ারের পর নতুন ভাইরাস Petya এ আক্রান্ত পুরো বিশ্ব। আপনিও হতে পারেন। দেখুন, সতর্ক হোন, আর অন্যকে জানান।

Unnamed

Collected From সাইবার ৭১ এর ফেসবুক পেজ

জরুরী সতর্কবার্তাঃ

রানসামওয়্যারের পর নতুন একটি ভাইরাস “petya” এর আক্রমনের শিকার পুরো বিশ্ব। ইউক্রেন থেকে ছড়িয়ে পরা ভাইরাসটি ইতিমধ্যেই আমাদের পাশ্ববর্তী দেশ ভারতেও হানা দিয়েছে।
কিভাবে নিরাপদ থাকা যাবে তা সহ সবিস্তারে জেনে নেই এই ভাইরাসটি সম্পর্কে।
.

Petya ভাইরাসটি কি?


এটি মূলত এক ধরনের ম্যালওয়ার যা একটি কম্পিউটার কিংবা নেটওয়ার্কের মধ্যে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্যবলী এনক্রিপ্ট [ব্লক] করে দেয় যা পুনরুদ্ধারের জন্য হ্যাকার নির্দিষ্ট পরিমান অর্থ দাবী করে থাকে।
Petya ভাইরাসটি এটি কীভাবে কাজ করে?
হ্যাকার মূলত একটি পাসওয়ার্ড সেট করে অনলাইনে ছড়িয়ে দেয়। ব্যবহারকারীর সব ফাইল আক্রমণের শিকার হয়ে একটি বার্তা দেখায়। হ্যাকার দাবিকৃত অর্থ পেলে কোডটি জানিয়ে দেয়। গ্রাহকের ফাইল পুনরায় ফিরে আসে।
ফেসবুক থেকে কী আক্রমণের শিকার হতে পারি?
হ্যাঁ, ফেসবুক থেকেও আক্রমণের সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে ফেসবুকের ম্যাসেঞ্জার অ্যাপে ছড়িয়ে পড়ছে ভাইরাসটি।
এসভিজি (স্ক্যালাবল ভেক্টর গ্রাফিকস) ফরম্যাটের ইমেজ ফাইলের ছদ্মাবরণে এক ব্যবহারকারী থেকে অন্য ব্যবহারকারীর ডিভাইসে ছড়িয়ে পড়ছে এটি।
শুধু তাই নয়, ব্যবহারকারীদের অজান্তেই তাদের পরিচিত ম্যাসেঞ্জার ব্যবহারকারীদের কাছে এসভিজি ইমেজ ফাইলটি পাঠাতে থাকে। ফলে দ্রুত ম্যাসেঞ্জারে ছড়িয়ে পড়ছে ম্যালওয়্যারটি।

ঝুঁকি এড়ানোর উপায় :


# কম্পিউটারে জরুরি ডাটার জন্য কম্পিউটারে এবং অনলাইনে এবং সিডি/ডিভিডি সবসময় ব্যাকআপ রাখুন।
# স্প্যাম বা সন্দেহজনক মেইল থেকে কখনোই কোনো অ্যাটাসমেন্ট ডাউনলোড করবেন না।
# স্প্যাম বা সন্দেহজনক মেইল থেকে কখনোই কোনো লিংকে ক্লিক করবেন না।
# ম্যাসেঞ্জারে অপরিচিত/সন্দেহজনক কোনো ফাইল আসলে ডাউনলোড দেবেন না।
# অপরিচিত অ্যাপস ইন্সটল করা থেকে বিরত থাকুন।
# যাদের ইতোমধ্যেই আক্রমণের শিকার হয়ে গেছে তারা আমাদেরকে মেসেজের মাধ্যমে জানান। আমরা ফাইল পুনরুদ্ধারে সহায়তা করবো।
# সফটওয়্যার হালনাগাদ রাখুন।
# সবসময় অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট দিয়ে লগইন করবেন না। নিয়মিত ব্যবহারের জন্য লিমিটেড অ্যাকাউন্ট ব্যবহার করুন।
# মাইক্রোসফট উইন্ডোজ ব্যাবহারকারীরা ভার্শন আপডেট করুন।
# মাইক্রোসফট অফিসে ম্যাক্রো বন্ধ রাখুন।
# ব্রাউজার থেকে অপ্রয়োজনীয় এবং আউটডেটেড প্লাগইন মুছে ফেলুন এবং অ্যাড ব্লকার ব্যবহার করুন ।
# ক্যাফে বা অন্যের ডিভাইসে ই-মেইলে লগইন করবেন না।
# স্প্যাম মেইল খুলবেন না।
মনে রাখবেন, সাইবার জগতে নিরাপদ থাকার জন্য সচেতনতাই প্রধান অস্ত্র। তাই নিজে সতর্ক থাকুন, কপি/ শেয়ার করে পরিচিতদের সচেতন করতে ভুলবেন না।

Collected From সাইবার ৭১ এর ফেসবুক পেজ