Site icon Trickbd.com

পিসির ক্ষতিকারক আলো থেকে নিজের চোখকে রক্ষা করুন।

Unnamed

আসসালামু ওয়ালাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।


একটি সফটওয়্যার এর মাধ্যমে PC এর আলো থেকে কি করে নিরাপদ থাকবেন তা নিয়েই আজকের পোষ্ট।

এটির আমার নিজের প্রয়োজন এই আমার সংগ্রহে ছিলো।


অনেকে দেখলাম এই বিষয়ে জানে না,
এবং দেখলাম এই নিয়ে ট্রিকবিডিতেও কেউ বলে নি,তাই আপনাদের উপকারের এই ছোট্ট প্রচেষ্টা।


যে সফটওয়্যার টি নিয়ে বলতে যাচ্ছি তার নাম Flux.

Flux দিয়ে আপনি পিসির ক্ষতিকারক রশ্মি থেকে চোখকে রক্ষা করতে পারবেন।

প্রথমে নিচে থেকে ডাউনলোড করে নিন এবং ইন্সটল দিন।

Click Hare For Download Flux.


এখন আপনি যদি লাইট কম/বেশি করতে চান তাহলে ট্রে আইকন থেকে ‘Flux’ এর আইকন টি সিলেক্ট করুন।

এরপর ‘change settings’ এ ক্লিক করুন।


‘Day’ অংশ থেকে দিনের বেলার এবং ‘Night’ অংশ থেকে রাতের আলো সিলেক্ট করুন।
ব্যাস হয়ে গেলো।


ভালো থাকবেন।

আপনি কি ওয়েবসাইট বানাতে অথবা কাজ শিখতে চান তাহলে আমাদের সাইটে দেকতে পারেন ,,সকল টিপস দেয়া আছে (a-z)

NewTips25.Com