Site icon Trickbd.com

কিভাবে Windows 7 এ Hibernet Option চালু করবেন (যারা যানেন না তাদের জন্য)

আজ আমি আপনাদের শেখাবো যে কিভাবে Microsoft Windows 7 এ Hibernet অপশনটি চালু করতে হয়। আগেই বলে রাখছি, যারা কাজটি জানেন তারা পোস্ট টি Avoid করুন। তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। নিম্নের Screenshot গুলো Folllow করুন।

১. প্রথমে Start Menu থেকে Control Panel এ যান।

২. এখান থেকে Power Option Select করুন।

৩. এবার Choose When To turn Of The Display option টিতে ক্লিক করুন।

৪. এবার Change advanced power settings এ ক্লিক করুন।

৫. এবার যে Dialogu Box আসবে সেটাতে Sleep এ ক্লিক করতে হবে বা (+) চেপে Expand করতে হবে।

৬. এবার Allow hybrid sleep option টি Expand করে Settings এ on থাকলে তা Off করে দিতে হবে।

৭. এবার Apply চেপে OK চাপুন।

৮. ব্যাস আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার Hibernet Option যোগ হয়েছে।

বিঃদ্রঃ Scrrenshot গুলো আমার নিজের Computer ব্যাবহার করে তোলা। সঠিক নিয়ম অনুসরন করলে কাজ অবস্যই হবে।

#ভুল গুলো ক্ষমার চোখে দেখবেন।