সবাইকে সালাম জানিয়ে শুরু করছি । আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি। আজ আপনাদের একটি পরিচিত সমস্যার সমাধান দেখাবো। যার সমাধান অনেকেয় জানে না। নিছের ছবিটি মনোযোগ দিয়ে দেখুন আর বলুন আপনাদের পিসি ওপেন করলে কি এমন দেখায়।
যদি এমন সমস্যা টি আপনার পিসি এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনি এখনি তার সমাধান পেয়ে যাবেন।
সমাধান
প্রথমে আপনাকে স্টার্ট মেনু থেকে কমান্ড সিস্টেম এ যেতে হবে তার জন্য আপনাকে শর্টকাট কী লাগবে সেটা হলো
Start -> Run (or Win key+R) -> type cmd and press enter
উদাহরন ঃ
এখন আপনি নিছের মত ছবি দেখতে পাবেন।
Chkntfs /x c:
এখানে c: মানে আমার C drive সমস্যা তাই c: দিসি। তবে আপনাদের যত গুলা ড্রাইভ আছে সব গুলা করে নিভেন।সব গুলা করতে হলে সব একই থাকবে শুধু ড্রাইভ এর নাম গুলা বসাতে হবে যেমন ঃ
Chkntfs /x c: d: e: f: g: এই ভাবে যত ড্রাইভ আছে সব গুলা আর হ্যাঁ c: এর পর স্প্রেস হবে।
সমাধান ২
নিছের অ্যাপটি ডাউনলোড করে নিন Autocheck_Boot_Exclude.bat
তারপর অ্যাপ টি ওপেন করুন।
এবং নিছের স্ক্রীনশর্ট টি অনুযায়ী কাজ করুন
আর তারপর ও না বুজলে এই ভিডিও টি দেখবেন । লিংক এখানে ক্লিক করুন
ধন্যবাদ সবাইকে । আশা করি সবাই ভালো থাকবেন। আর ট্রিকবিডি এর সাথে থাকবেন।