Site icon Trickbd.com

কম্পিউটারে ভিডিও তৈরি করুন VLC Player ব্যবহার করে।

Unnamed

আশা করি সবাই ভালো আছেন কারণ ট্রিকবিডি এর সাথে থাকলে সবাই ভাল থাকে।
আমি ট্রিকবিডি এর এডমিন রানা ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে টিউনার করার জন্য।
যার ফলে আমি আপনাদের কে এখন থেকে নতুন নতুন পোষ্ট উপহার দিতে পারব। যে পোষ্ট গুলো হতে আপনারা নিজে শিখতে পারবেন এবং অন্যদের কে শিখাতে পারবেন।
আর কথা বাড়াবো না চলুন কাজের কথায় আসি।
আমরা জানি কি বেশ সহজেই VLC Media Player এর সাহায্য কম্পিউটার এ ভিডিও রেকর্ড করা যাই।  খুবই নিখুঁতভাবে ডেস্কটপের সকল কাজের একটি ভিডিও আউটপুট তৈরি করতে সক্ষম।
VLC ডেস্কটপকে ইনপুট ডিভাইস হিসাবে লোড নিতে পারে।
VLC র এই ফিচারটির মাধ্যমে এটি একটি Screen Capture সফটওয়্যারে পরিণত হয়ে যায়।
প্রথমে VLC Player open করে Media তে Click করুন, তারপর  Open Capture Device এ Click করুন।


Capture Device  Tab Option থেকে  Capture mode , Desktop  নির্বাচন করুন 
নিজের ইচ্ছামত ফ্রেম রেট মান পরিবর্তন করে নিন।


নিচে Play Button এর  dropdown মেনু  থেকে  Convert select করুন

পরবর্তী  window তে ,  Video – H.264 + MP3 (MP4) এই option টি সিলেক্ট করে নিন |

তারপর Destination file এ click করে নিজের ইচ্ছেমতো জায়গায়  recorded video save
করতে পারবেন.অবশেষে ভিডিও রেকর্ড করতে Start বাটন এ ক্লিক করুন.

 স্টপ বাটন এ ক্লিক করে  ভিডিও রেকর্ডিং বন্ধ করতে পারবেন।