আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনাদের কম্পিউটার অতি সহজে পেন ড্রাইভ দিয়ে লক অথবা আনলক করবেন।
[একদম হ্যাকার স্টাইলে]
আপনার অনেক সময় এই সিস্টেম টা অনেক মুভিতে দেখে থাকবেন।
তো এর আগে আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে।
নিচের লিংক থেকে ডাউনলোড দিন↓↓
এটি যাদের Windows 64 বিট তাদের জন্য→
Download Predator Professional Edition for 64-bit Windows
এটি যাদের Windows 32 বিট তাদের জন্য→
Download Predator Professional Edition for 32-bit Windows
তো ডাউনলোড দেওয়া হয়ে গেলে ইন্সটল করুন।তারপর নিচের চিত্রের মত আপনাকে Password দিতে বলবে।
তারপর Password দিয়ে Ok ক্লিক করবেন।
মনে রাখবেন Password দেওয়ার সময় অবশ্যই পেন ড্রাইভ পিসির সাথে কানেক্ট রাখবেন নিচের চিত্রের মত↓
এখন আপনার পিসি পেন ড্রাইভ থেকে লক বা আনলক হওয়ার জন্য প্রস্তত।
এখন যদি আপনি আপনার পেন ড্রাইভ পিসি থেকে খুলে ফেলেন তাহলে পিসি ৩০ সেকেন্ডের মধ্যে অটোমেটিক লক হয়ে যাবে। ঠিক নিচের চিত্রের মত↓
আপনি চাইলে নিজের ইচ্ছা মত সেটিং করে নিতে পারেন। নিচের চিত্রের মত↓
যখন পেন ড্রাইভ খুলে ফেলবেন আপনি যদি আপনার কাংখিত password দিতে ব্যথ হন তাহলে নিচের চিত্রের মত দেখাবে। ↓
আজকে এখানে ই শেষ করলাম। কোন কিছু না বুঝলে কমেন্ট করেন।
আর ট্রিকবিডির সাথেই থাকেন।
ধন্যবাদ।