Site icon Trickbd.com

মোবাইলকেই বানিয়ে ফেলুন “ওয়ারলেস কিবোর্ড এন্ড মাউস”

Unnamed

আসসালামু-আলাইকুম।
আসা করি সবাই ভালো আছেন।এইটা আমার প্রথম একটি পোস্ট। জানি না কেমন হবে।কিন্তু আসা করি হয়তো অনেকের উপকারে আসবে।তো শুরু করা যাক। টাইটেল দেখেই বুজেগেসেন হয়তো কি নিয়ে এই পোস্টা। আসলে যারা আমার মত টাকা বাঁচাতে খুবি পটু তাদের জন্যতো কথাই নেই।উপরের বর্নিত কাজটি করার জন্য যাযা লাগবে তাহলো…
*১.জাভা রানটাইম এনভাইরোনমেন্ট আপনার পিসি কনফিগ অনুযাই নামিয়ে নিন
*২.পিসি এর জন্য এন্ড্রমাউস সার্ভার ৬.০ (যা একটি জার ফাইল)
সার্ভার লিনক
৩.একটি ব্লুটুথ এডাপ্টার for PC(মার্কেট এ ১০০টাকা নিবে) আর যারা লেপটোপ এ করবেন সেটা ভিন্ন কথা কারন লেপটপ এ বিল্ট ইন ব্লুটুথ তো থাকেই।
৪.মোবাইল এর জন্য ‘AndroMouse.apk” প্লে তে ফ্রি পাওয়া যায় তবুও লিনক দিয়ে দিলাম।
AndroMouse

হয়তো অনেকেরই বুজতে কস্ট হবে তাই নিম্নে স্ক্রিনশট এড করে দেয়া হলো।

১.ডাওনলোড এন্ড ওপেন।

২.সার্ভার সেটাপ “যাস্ট ব্লুটুথ এডাপ্টারটি লাইগিয়ে এপ্টা ওপেন করে মিনিমাইজ করে রেখহে দিন।

এখন মোবাইল এর এপ্টা ওপেন করুন।

*”নিউ” অপসনটাতে কিল্ক করুন এন্ড ব্লুটুথ সিলেক্ট করে আপনার ব্লুটুথ নেম(পিসি নেম) সিলেক্ট করুন। মাঝে মাঝে একটু সময় নিবে সার্চ এবং কানেক্ট হতে।

*কানেক্ট হয়ে গেলে এই পিক টি আসবে।

আজ এ পযন্তই। আসা করি ভালো লেগেছে। সমস্যা হলে নিম্নে কমেন্ট করুন।

যেহেতু প্রথম পোস্ট আসা করি ভুল হলেও কেউ কিছু মনে করবেন না।ধন্যবাদ সবাইকে।