Site icon Trickbd.com

যাদের পিসিতে Camtasia 9 Screen Recorder টা কাজ করছে না তারা সমাধান নিয়ে নিন

অনেকের পিসিতে Camtasia Studio 9  স্টুডিওতে রেকর্ডার টুলবারটা আসেনা অর্থাৎ Record বাটনে ক্লিক করলেও রেকর্ডিং করার জন্য যে একটি টুলবার আসার কথা সেটা আসেনা এই সমস্যা টা কিভাবে সমাধান করবেন সেটাই আমি দেখাব। নতুনদের জন্য ক্রিনশট দিলাম আর যারা ভিডিও দেখতে চান তারা নিচে দেয়া লিংক থেকে ভিডিওটি দেখতে পারেন।

প্রথমে Camtasia icon এ রাইট বাটনে ক্লিক করে Properties এ যাবেন।

তারপর সেখান থেকে Compatibility তে ক্লিক করবেন।

এখান থেকে Windows vista বা Windows vista Service pack 1 টি সিলেক্ট করে এপ্লাই দিয়ে ওকে দিন।

তারপর কম্পউটারের সি ড্রাইভে যান।

সেখান থেকে Windows এ যান।

তারপর system 32 এ যান।

ডানপাশে উপরে সার্চ বক্সে vorbis এটি লিখে সার্চ দিন।

এই ফাইলটির শেষে .bak এটা যোগ করে রিনেইম করে এন্টার দিন এবং ওকে করুন।

ব্যস কাজ শেষ। এবার Camtasia Studio 9 ওপেন করে রেকর্ড বাটনে ক্লিক করুন দেখবেন নিচের মত রেকর্ড টুলবার এসেছে।

পোস্টটি দেখার জন্য ধন্যবাদ। আপনি ইচ্ছা করলে ভিডিওটিও দেখতে পারেন।

পূর্বে প্রকাশ করেছিলাম অন্য একটি ব্লগে যাই হোক নতুনদের কাজে আসবে তাই আবার দিলাম।

পোস্টটি আমার লেখা তাই কেউ কপি করলে ক্রেডিট দিবেন