Site icon Trickbd.com

{যারা জানেন তাদের জন্য নয়}এবার পিসি এবং ল্যাপটপে হবে যাক্কাস স্কিনশট পুরাপুরি টিউটোরিয়াল সহ। MUST SEE{By Ashraf}

Unnamed


সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। টিউনার হওয়ার পর এইটা আমার প্রথম পোস্ট। আশা করি সবার ভালো লাগবে। প্রথমেই আমি এডমিন পেনেলকে জানাই অসংখ্য মোবারক বাদ। আমাকে যিনি এই বিশাল ওয়েব সাইটে পোস্ট করার জন্য হেল্প করেছেন SK SHARIF উনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আমরা কুলাউরার দুই টিউনার আমার জানামতে AH Raju আর আমি।
আজ আমি পিসিতে স্কিনশট নিয়ে আলোচনা করতে চাই। সবাইকে আগেই বলেছি যারা জানেন তাদের জন্য এই পোস্ট নয়।এবার আসি মুল কথাতে। আপনার যারা পিসি/ল্যাপটপে স্কিনশট নিতে পারেন না বা জানেন না কিভাবে নিতে হয় তারা আমার এই পোস্টটি পড়ুন।?????
★আপনি দুই পদ্ধতিতে স্কিনশট নিতে পারবেন।
১। পুরো স্কিন।
২। একটি ট্যাব বা একটি সফটয়্যারের স্কিনশট।
তা আমি ধাপে ধাপে বলে যাবঃ-
ততক্ষন আপনি ওয়েট করুন।??ok
আপনি কিবোর্ডের Fn+prnt scrn কিদ্বয় চাপুন।


এই ভাবে চাপলে আপনি পুরু স্কিন এর শট নিতে পারবেন।
যদি আপনি একটি মাত্র সফটওয়্যারের স্কিন নিতে চান তাহলে অই ট্যাবটি ওপেন করে সিলেক্ট করুন এবং Fn+alt+prnt scrn কি তিনটি চাপুন।




এবার আপনি Start বাটন প্রেস করে সার্চবক্সে লিখুন Paint.
অথবা স্কিনশট ফলোকরুন।

ওপেন করুন paint এর উইন্ডোজ সফটয়ার।
এবার আপনার স্কিনশটটি পেস্ট করার পালা।
সেটা অবশ্য শিখিয়ে দেয়া লাগবেনা। তা আপনি সফটওয়্যার ওপেন করলেই পাবেন। অথবে ctrl+v চাপুন।
তারপর আপনি সেভ এজ এ গিয়ে সেভ করুন। চাইলে এডিটও করতে পারেন।
আরও একটা উপায়ে একেবারে সহজে স্কিনশট নেয়ে যায়।
এইভাবে যানঃ-start→search→snipping tool
না পারলে স্কিনশট দেখুন।
ওপেন করুন………..?

এবার স্কিনটি ব্লার হয়ে যাবে। এবং নিচের পিকচারের মত একটি লেআউট প্রদর্শিত হবে। আপনি নিচের ss অনুজায়ি নিউ এর পাশের ড্রপডাউন মেনু পাবেন।

এভাবে আপনি অনেক রকমের স্কিনশট নিতে পারবেন।
আশা করি আপনারা সবাই আমার এই পোস্ট টি পড়ে উপকৃত হয়েছেন। আজ এ পর্যন্তই। আমি নতুন টিউনার তাই একটু আধটু ভুল হতে পারে।??

ভালো লাগলে আমার পোস্টটি শেয়ার করুন ।

সবাইকে ধন্যবাদ।

আমার সাথে যোগাযোগ প্রয়োজন হলে নিচের লিংক এ জান।
Exit mobile version