Site icon Trickbd.com

[For Laptop/PC] ফ্রি তে নিয়ে নিন জনপ্রিয় স্ক্রিন রেকর্ডার (Bandicam) এর Full Version.

Unnamed

আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে


যে সকল অপারেটিংসিস্টেম এ ব্যবহার করা যাবেঃ-

1. Windows 7 (32bit)
2. Windows 7 (64bit)
3. Windows 8 (32bit)
4. Windows 8 (64bit)
5. Windows 8.1 (32bit)
6. Windows 8.1 (64bit)
7. Windows 10 (32bit)
8. Windows 10 (64bit)


আমরা অনেকেই মোটামুটিভাবে জানি যে Bandicam সফটওয়্যার টি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করার জন্য ভালো জনপ্রিয়।
তবে সমস্যা হলো ফ্রি ভার্শন দিয়ে স্ক্রিন রেকর্ড করলে ভিডিওর উপরে Watermark থেকে যায়।

Watermark ছাড়া সুন্দরভাবে স্ক্রিন রেকর্ডিং করার জন্য সফটওয়্যার টি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন (আলাদা কোনো Crack ফাইল বা লাইসেন্স কি প্রয়োজন নেই।)
সফটওয়্যার টি ডাউনলোড শুরু করার আগে থেকে ইন্সটল শেষ না হওয়া পর্যন্ত আপনার কম্পিউটার/ল্যাপটপ এর Antivirus সফটওয়্যার টি Disable (বন্ধ) করে রাখুন


ডাউনলোড শেষ হলে ফ্রি ভার্শন এর Bandicam সফটওয়্যার টি যেভাবে ইন্সটল দিতে হয়। এটিও ঠিক সেইভাবেই ইন্সটল দিন।
না পারলে নিচের ছবি গুলো ফলো করতে থাকুন।
↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓↓
সফটওয়্যার টি ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এক্সট্রাক্ট করুন।
তারপর যে ফাইল টি পাবেন সেটি তে ডাবল ক্লিক করুন।
এবং নিচের ছবি গুলো অনুসরন করুন।










এবং উপরে দেখানো স্ক্রিনশট এর বক্স টির ভিতরের অংশ টুকু রেকর্ডিং হবে।

আপনি চাইলে বক্স টি মাউস ব্যবহারে Resize করতে পারেন।
এবং নিচে দেখানো ছবির অংশ তে ক্লিক Resulation সিলেক্ট করতে পারেন।

রেকর্ডিং শুরু/শেষ করতে নিচে দেখানো ছবির একই জাইগাতে ক্লিক করুন

তাহলে আর কি?
ব্যবহার করতে থাকুন।
কোনো সমস্যা হবে না আশাকরি।
আমার পোস্টে কোনোরকম ভুল থাকলে অবশ্যই তা উল্লেখ করবেন। কারন, শেখানোর মাধ্যমেও অনেক শেখা যায়।