Site icon Trickbd.com

[For Laptop/PC] ফ্রি তে নিয়ে নিন cCleaner-এর সিরিয়াল কি। (64bit)

Unnamed

আগেই বলে দিচ্ছি।
সফটওয়্যার এবং সিরিয়াল কি টি আমার তৈরিকৃত নয়। তাই আমার আগেও কোনো না কোনো জাইগাতে পোস্ট হতে পারে ।

…………………………………………………………………………
কথা না বাড়িয়ে পোষ্টের মূল আলোচনায় মগ্ন হই।
…………………………………………………………………………
সফটওয়্যার+সিরিয়াল কি টি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন

আমি জানি আপনারা সকলেই সফটওয়্যার ইন্সটল করতে পারেন। সিরিয়াল কি টিও দিতে পারবেন।
তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি।
………………………………………………………………
zip ফাইল টি ডাউনলোড শেষে এক্সট্রাক্ট করার পর প্রথমে ccsetup529pro ফাইল টি তে ডাবল ক্লিক করুন।

তারপর Install এ ক্লিক করুন।

তারপর Run এ ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবি দেখুন।

Active Now তে ক্লিক করুন

zip ফাইল টি এক্সট্রাক্ট করার পর আপনি দুইটা ফাইল পেয়েছিলেন। তার ভিতরে REGISTRATION KEY নামের একটি ফাইল ছিলো।
সেটাতে ডাবল ক্লিক করে ওপেন করুন।

তারপর cCleaner বক্সে প্রয়োজনীয় লাইসেন্স টা কপি→পেস্ট করে বসিয়ে তারপর Register এ ক্লিক করুন।
বুঝতে সমস্যা হলে নিচের ছবি টি দেখুন।

এখন ইন্সটল হওয়া cCleaner সফটওয়্যার টি ওপেন করুন। এবং Options এ ক্লিক করে দেখুন।

লাইসেন্স হয়ে গেছে, ইনশাল্লাহ।

আমার লেখার মধ্যে অথবা অন্য কোথাও ভুল থাকলে অবশ্যই তা উল্লেখ করবেন। কারন, শেখানোর মাধ্যমেও অনেক শেখা যায়।
ইচ্ছা হলে কম্মেন্ট করে জানাবেন আপনার প্রতিক্রিয়া।
আর নিয়মিত TrickBD-র সাথেই থাকুন।
…………………………………………………………………………………
…………………………………………………………………………………
সামনে পরিক্ষা, তাই হয়তো কম্মেন্টের তেমন রিপ্লাই করতে পারবো না। তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি

আমার চ্যানেল এখানে