Site icon Trickbd.com

আপনার পিসির নেট স্পিড স্লো ?। এই পোস্টটি দেখে নিন

Unnamed

আসসালাম আলাইকুম,

আমি একজন নতুন টিউনার। তাই কোনো ভুল হলে ক্ষমা করবেন।

আগেই বলছি এটি আপনাকে ৫ জি স্পিড না দিলেও। আগের থেকে অনেক ভালো পারফরমেন্স পাবেন

আজকে একটি খুব সিম্পল ট্রিক নিয়ে হাজির হলাম। অনেকেই ট্রিকটি জানেন। তাই যারা জানেন না শুধু তাদের জন্য। কিছু অভদ্র বিক্রিত মস্তিকের লোক কমেন্ট বক্স পুরায় ফেলে। তারা ভুলেই যায় যে এটি ওয়েব সাইট,,,এটা কি ফেসবুক গুরুপ?। তারা জানে তাই পোস্ট করা যাবে না। যারা জানে না তাদেরও জানতে দেবে না। যতসব,,,,। যারা জানেন তারাওতো কোন না কোন সাইট থেকে শিখছে,,,

→চলুন শুরু করা যাক
প্রথমে win ও r বাটন একসাথে চেপে ধরেন
এরকম উইনডো আসবে, সেখানে লিখবেন cmd এবং ওকে করে দিন

এখন cmd open হবে। এবার লিখবেন ping 8.8.8.8 -t । enter বাটন এ ক্লিক করেন।


এরকম ৩-৪ টা খুলে মিনিমাইজ করে নেট ব্রাউজিং করুন। উইন্ডো গুলো close করবেন না কিন্তু নেট ব্রাউজিং এর সময়।

স্পিড মিটার লাগলে এখানে,,,