Site icon Trickbd.com

৬০ হাজার টাকার বেস্ট বাজেট গেমিং পিসি, সব কিছু সহ (BEST BUDGET GAMING PC 60K WITH ALL COMPONENTS)

 

প্রসেসর হিসবে আমি সপ্তম জেনারেশন এর পেন্টিয়াম G4560 সিলেক্ট করেছি  কারন পেন্টিয়াম g4560 সিলেক্ট করেছি কারন এই প্রসেসর বাজেট বেস্ট । ইভেন , ইন্টেল কোর আই থ্রি এর থেকে বেস্ট প্রাইস এবং পার্ফমেন্স হিসেব করলে । ইন্টেল কোর আই থ্রি ০.০৪% ফাস্ট পেন্টিয়াম G4560 থেকে । এই প্রসেসর কে বাজেট কিং বলা হয় ।গেমিং এর জন্য ওয়ান অফ দ্যা বেস্ট প্রসেসর এভার । আই থ্রি অভার কিলার ।

যেহেতু এইটা একটা গেমিং পিসি সেই জন্য আমি গ্রাফিক্স কার্ড এর দিকে একটু বেশী নজর দিয়েছি । এই পিসিতে আমি গ্রাফিক্স কার্ড হিসেবে Zotac এর ১০৫০টি আই সিলেক্ট করেছি কারন আমার কাছে যোটাক টাই বেস্ট লাগে ।যদিও আপনি গিগাবাইট এর ১০৫০ টি আই নিতে পারেন ।দাম কম । ২ – ৪ এফ পি এস গেমিং এর ক্ষেত্রে কোনো ব্যাপার না ।

র‍্যাম হিসবে আমি সিলেক্ট করেছি গেইল এর ৮ জিবি ২৪০০ বাস এর নীল লাইটের র‍্যাম । নীল কালার এর পরিবর্তে আপনি  লাল বা সবুজ টাও নিতে পারেন । এখন আমাকে প্রশ্ন করতে পারেন ভাই কেন আপনি গেইল এর র‍্যাম সিলেক্ট করলেন? একে তো র‍্যাম এর দাম আকাশ ছোয়া তার ওপর আপনি আবার গেইল এর র‍্যাম সিলেক্ট করেছেন যার দাম তুলনা মূলক ভাবে অন্য র‍্যাম এর তুলনায় বেশী। হ্যাঁ আপনার উত্তর আমার কাছে , আসলে গেইল এর উপরে আর কোনো ভালো র‍্যাম নেই । গেইল সবসময় বেস্ট ছিল আর বেস্ট থাকবে । গেইল এর দাম ৮ হাজার আর অন্য র‍্যাম ( করসিয়ার ) ৭ হাজার ৫ টাকায় পেয়ে যাবেন । তবে ৫০০ টাকার জন্য বেস্ট টা কি হাতছাড়া করা ঠিক হবে?

মাদারবোর্ড হিসেবে আমি আসুস এইচ ১১০-এম কে  মাদারবোর্ড সিলেক্ট করেছি এইটা নিয়ে কিছু বলার নাই ।এইটা লো বাজেটে বেস্ট মাদারবোর্ড । এতে আপনি ২ টা র‍্যাম স্লট,৪ টা সাটা স্লট পাবেন আর এলইডি আছে তবে অল্প। এইটাও বাজেট বেস্ট।

হার্ডিস্ক হিসেবে আমি ডাব্লিউডি ১ টিবি সিলেক্ট করেছি । এইটা নিয়ে বলার কিছু নাই । বেস্ট হার্ডিস্ক এভার । যদিও ১ টিবি হার্ডিস্ক বেশী না গেমারদের কাছে তাই এইটা একটা বাজেট পিসি বলে ১ টিবি দিয়েছি আপনি চাইলে আপনার চাহিদা অনুসারে নিতে পারেন ।

কেসিং হিসেবে আমি সিলেক্ট করেছি বিটফেনিক্সের বেস্ট বাজেট কেসিং । এইটা নিয়ে কিছু বলার  নাই । অসাধারন একটা কেসিং ।  সাইডে ট্রান্সপারেন্ট গ্লাস তো আছেই ।

 

মনিটর হিসেবে আমি সিলেক্ট করেছি HP এর ২২ ই এস ২১.৫” পর্দার এই মনিটর । বর্ডারলেস অসাম এমটা মনিটর । বেস্ট বাজেট মনিটর

আর কীবোর্ড , মাউস আর হেডফোনের একটা কম্বো সিলেক্ট করেছি । বাজেট বেস্ট । আপনার ইচ্ছা স্বাধীন নিতে পারেন ।আপনার ব্যাপার ।  ( স্টার্টেক এ পাবেন)

পি এস ইউ হিসেবে আমি সিলেক্ট করেছি  Antec এর ৫০০ ওয়াট এর পি এস ইউ । পি এস ইউ অত্যান্ত গুরুত্ব পূর্ন একটা গেমিং পিসির জন্য । কেউ যদি এইটা কে অবহেলা করে তার গেমিং এর স্বাদ মিটে যাবে । যদিও ৩৫০ ওয়াট হলেই যথেষ্ট কিন্তু সেফটির জন্য ৫০০ ওয়াট দিয়ে দিলাম ।

FULL CONFIG:

Pro: Intel 7th Generation Pentium Processor G4560 ( 5.4K)

Mobo: ASUS H110M-K Motherboard ( 5.6K)

RAM:GeIL Super Luce DDR4-2400MHz 8GB Desktop RAM (Blue Light) (8K)

HDD:Western Digital 1TB Blue Desktop HDD ( 4K)

GPU:ZOTAC GeForce® GTX 1050 Ti 4GB GDDR5 Graphics Card ( 15.5K)

CASING:Bitfenix Comrade Window Black Case ( 3.5K)

MONITOR:HP 22es 21.5″ INCH LED IPS MONITOR ( 10.5K)

PSU:Antec VP500PC EC 500 Watt Power Supply(85% Efficiency)

KEYBOARD,MOUSE & HEADPHONE : Gamdias POSEIDON M1 COMBO Keyboard, Mouse & Headphone (3.85K)

TOTAL: 60K