Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » [মেগা পোস্ট] আপনার Windows Pc এর Bios পাস ভুলে গেছেন। চলুন দেখি কিভাবে Bios Lock খুলতে হয় (বাংলা টিউটরিয়াল)

[মেগা পোস্ট] আপনার Windows Pc এর Bios পাস ভুলে গেছেন। চলুন দেখি কিভাবে Bios Lock খুলতে হয় (বাংলা টিউটরিয়াল)

অনেক সময় হয় এমন যে সিকুরিটি দিতে গিয়ে Bios এর মাঝে পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু দুখের কথা সেই পাসওয়ার্ড নিজে ভুলে গেছেন। তখন কি করবেন? আবার হতে পারে কারো কম্পিউটার এর BIOS Password আপনি ক্র্যাক করতে চাচ্ছেন? তাহলে কিভাবে করবেন? ছোট করে ধারণা দিয়ে শুরু করছি। BIOS এর মাঝে যদি কেউ Password দিয়ে থাকেন তাহলে কম্পিউটার এর বায়সে ঢুকা যাবেনা কিন্তু সাধারণ ভাবে পিসি চালাতে পারবেন। তাহলে কেন ক্র্যাক করা দরকার ভাবছেন? আপনি যদি বায়সে প্রবেশ না করতে পারেন তাহলে পিসি সেটআপ দেয়া, বা হার্ড ডিস্ক এর নানান কাজ সহ আরো অনেক কিছুই করতে পারবেন না

BIOS Password ব্রেক করার অনেক গুলো Way আছে। আজকে আমরা সেগুলোর মাঝে একটি দেখব। তাহলে চলুন শুরু করি।

কম্পিউটার প্লাগ খুলে নিন এবং কেস সরিয়ে ফেলুন মানে পিচির সিপিইউ খুলে ফেলুন এটি একটি হার্ডওয়্যারের কাজ করতে যাচ্ছি আমরা

 

এবার কাজ হচ্ছে BIOS jumper খুজে বেড় করা। পিসির ভেতরে মাদারবোর্ড এর মাঝে অনেক জাম্পার আছে তাই আমাদের ভালো করে খুজে নিতে হবে। (তবে যে কনো জাম্পার যদি ভুলে খুলে ফেলুন তাহলে সমস্যা নেই আবার সঠিক জায়গায় লাগিয়ে দিলেই হবে) এবার ছবিতে দেখুন BIOS password যেই জাম্পারটি নিয়ন্ত্রণ করে সেটির মাঝে ৩টি পিন আছে।

 


jumper এর আসে পাসে লিখা থাকবে এই ধরনের লেবেল CLEAR CMOS, CLEAR, CLR, JCMOS1, PASSWORD, PSWD, ইত্যাদি।


সাধারণ ভাবেই এটি CMOS battery এর আসে পাশেই থাকে।
এবার BIOS password রিসেট করতে সঠিক jumper টি খুজে নিয়ে খুজে ফেলুন। এবার লক্ষ করুন জাম্পার যদি পিন ১ ও ২ এর মাঝে লাগানো থাকে তাহলে এটি খুলে ২ ও ৩ নাম্বার পিনের মাঝে লাগিয়ে দিন। মানে হচ্ছে আমরা শুধু জায়গা পরিবর্তন করে দিচ্ছি।

 

সব ঠিক ঠাক যদি করে থাকে পিসি অন করে দেখুন পাসওয়ার্ড গায়েব হয়ে গিয়েছে।

নোটঃ

১। ৮০% ক্ষেত্রে এই ট্রিকস কাজ করবে।

২। সঠিক জাম্পার খুজে নিতে মাদারবোর্ড এর ম্যানুয়াল খুজে দেখুন প্লিজ।

৩। অবশ্যই উল্টা পাল্টা কিছু করার আগে মাথায় রাখুন কোনটা কোথায় ছিল তাহলে প্রবলেম হলে আগের জায়গায় লাগিয়ে দি

আজকের জন্য বিদায় নিলাম

ফেইসবুক আমি

6 years ago (Jan 10, 2018)

About Author (120)

Sajeeb Islam
author

Crypto Signal With 95% Accuracy ? https://t.me/becktestindicator

Trickbd Official Telegram

11 responses to “[মেগা পোস্ট] আপনার Windows Pc এর Bios পাস ভুলে গেছেন। চলুন দেখি কিভাবে Bios Lock খুলতে হয় (বাংলা টিউটরিয়াল)”

  1. Root Exp-Jewel Subscriber says:

    সত্যিই মেগা পোস্ট

  2. Tusher Abdullah Contributor says:

    vi kaw akjon amar post published koren.

  3. apurba1122 Contributor says:

    good… hardwere related aro poso korun…

Leave a Reply

Switch To Desktop Version