Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » যেভাবে বড় একটি ফাইলকে Higly Compressed করে ছোট সাইজের বানানো যায়।মাত্র ৩ এম্বির software দিয়ে।

যেভাবে বড় একটি ফাইলকে Higly Compressed করে ছোট সাইজের বানানো যায়।মাত্র ৩ এম্বির software দিয়ে।


জ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম  একটি সফটওয়্যার নিয়ে যা দিয়ে আপনি হাইলী কম্প্রেসড করতে পারবেন।শুধু কম্প্রেস নয় আরও কিছু করা যাবে কিন্তু তা নিয়ে আমার টপিকটি নয়।

হাইলী কম্প্রেসড কেন করবেন ?মনে প্রশ্ন জাগতেই পারে। আমি ছোট্ট একটা উদাহরন দিচ্ছি।

“আমরা প্রায় দেখতে পাই  সার্চ করে ১.৫২জিবির গেমসটি ডাউনলোড করে নিন মাত্র ১৯৯এম্বিতে অথবা অন্য কিছু”

অনেক সময় মুভিও পাওয়া যায় । আবার অনেক সময় আরো চোখে পড়েছে ৪জিবির গেমসটি ডাউনলোড করে নিন মাত্র ১২ এম্বিতে।

 এখানে কিছু কথা থেকে যায় একজন একটি গেমস ১৯৯ এম্বিতে কম্প্রেস করেছেন অন্যজন আবার  ১২এম্বিতে হাইলী কম্প্রেস করেছেন।

কেন করলেন কম্প্রেস?

কারনটা আমার মতে আবার একটা উদাহরন দেইঃ

আপনি অবশ্যই পিসি ব্যবহার করেন নয়তো আমার টিউনটিতে কড়াও নাড়তেন না। যাই হোক মূল কথায় আসি ,

পিসি ব্যবহার করলে অবশ্যই জানেন যে আপনার পিসির হার্ডডিস্ক এর নির্দিস্ট পরিমান ধারন ক্ষমতা থাকে আর আপনি তার মধ্যেই প্রয়োজনীয় ফাইলগুলো রাখেন।এর বাইরে হুমকি দিয়েও একটুসখানি জায়গা বাড়াতে পারবেন না ,

এটা সত্যি কিন্তু আপনি চাইলে বড় ফাইলগুলোর সাইজ কমিয়ে ছোট করতে করতে পারবেন।আর এতে আপনার হার্ডডিস্কটির ধারন ক্ষমতা সাশ্রয় হচ্ছে।আবার অন্য ভাবে একটু ভেবে দেখি আপনি ইন্টারনেটে ফাইল শেয়ার করার জন্য আপলোড করবেন আর ফাইলটির সাইজ ৩জিবি তো কতখানি এম্বি লাগবে যে শেয়ার করবে সে নিজেই ভাল জানবে। তখন যদি ফাইলটির সব ঠিক রেখে সাইজ কমিয়ে ৩০০ এম্বিতে আনা যায় তবে সময় ,টাকা ,শ্রম কিছুটা  হলেও কমিয়ে আনা গেল।

এবার আসি কিভাবে করবো হাইলী কম্প্রেস ?

কম্প্রেস করার জন্য অনেক সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে কেজিবি আরচিভার দিয়ে তুলনামূলকভাবে সাইজ ছোট করা যায় উপরের উদাহরন ১২এম্বি।কিন্তু কেজিবির সমস্যাটা হলো কম্প্রেস করতে এবং এক্সট্রাক্ট করতে প্রচুর সময় লাগে ।বড় ফাইল হলে দিন থেকে সপ্তাহখানিকও লাগতে পারে নির্ভর করবে পিসির কনফিগারেশন এর উপর তাই এই পদ্ধতি আমার জন্য অন্তত নয় । আর অন্য উদাহরন ছিল ৩০০এম্বি ।সেভেন জিপ দিয়ে কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করবো। সেভেন জিপ দিয়ে কম সময়ে ছোট সাইজে পরিনত করা যায় এবং এক্সট্রাক্ট করতেও কম সময় লাগে তাই আমার কাছে এই পদ্ধতিটা সুবিধাজনক মনে হয়েছে।

চলুন কম্প্রেস করে ফেলি বড় ফাইলগুলো।

ছোটখাট একটা অভিজ্ঞতা দেখে নেওয়া যাক।

আমি একটি গেমস এর উপর কাজটি করতে যাচ্ছি। সাথে থাকবেন নয়তো ভয় লাগতে পারে একলাতো।
সফটওয়্যার টি ডাউনলোড করুন নিচের লিংক থেকে

32 Bit – Download From Here
অথবা
64 Bit – Download From Here


এবার ইন্সট্রল দিন নয়তো সামনে কিভাবে আগাই।

এবার ওপেন  করতে ইন্সট্রল ডিরেক্টরিতে যান।

ওপেন করুন।এবং যে ফাইলটির সাইজ কমাতে চান সেই ফাইলটির ডিরেক্টরিতে যান। উপরে দেখুন যে ফাইলটি নিয়ে কাজ করবো তা এবং তার সাইজ।

যে ফাইলটি কম্প্রেস করতে চান তার উপর রাইটক্লিক করুন >>7zip>>Add archiver এ যান।এবং উপরের মত সব টিক করে ওকে বাটনে প্রেস করুন। আর শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 

উপরের ছবিগুলোতে দেখুন কিভাবে ধাপে ধাপে ফাইলটির সাইজ কমে আসছে।  এবং অবশেষে ৩.১৯ জিবির ফাইলটিকে ২১৭ এম্বিতে কম্প্রেস করতে সফল হলাম।মিশন সাকসেসফুল।
এবার বিদায় নেবার পালা।কেউ যদি এই বিষয় নিয়ে টিউন করে থাকেন তো একবার যারা পারেনা এখনো তাদের দৃষ্টিকোণ থেকে ভেবে দেখবেন।মানুষ মাত্রই ভুল হয় তাই সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ আর নয় দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে অন্য কোন দিন।
সৌজন্যেঃসৌরভ
6 years ago (Jan 28, 2018)

About Author (354)

Cyber_Prince
author

“You are a human being before any label, handicap, disease or disorder. You are entitled to dignity. This is the human race’s one religion that unites us, yet it is our hatred and lack of tolerance that distorts our faith to a place of justification. This justification will always be in the oppressor’s benefit.” ― Shannon L. Alder CuteLancer.Com

Trickbd Official Telegram

41 responses to “যেভাবে বড় একটি ফাইলকে Higly Compressed করে ছোট সাইজের বানানো যায়।মাত্র ৩ এম্বির software দিয়ে।”

  1. Kirito Contributor says:

    হাইলি কম্প্রেস করলে সিপিইউতে অনেক চাপ পরে। যা স্থায়ী ডেমেজের কারণ হতে পারে। এটা বলা উচিৎ ছিল।

    • Cyber_Prince Author Post Creator says:

      @ kirito সিপিইউ এর উপর চাপ না দিয়ে আপনি কি কোন কাজ করে থাকেন তাহলে জানাবেন ভাইয়া।
      যেমন ধরুন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, গেমস খেলা ইত্যাদি। আপনি যে কাজ করেন না কেন প্রসেসিং ও র‍্যাম ব্যবহার হবে ধন্যবাদ।

    • Kirito Contributor says:

      চাপ এবং অনেক চাপ এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

  2. rabby Author says:

    Ai rokom akta post khujtechilam tnx…

  3. Nishan khan Subscriber says:

    ধন্যবাদ পোষ্ট করার জন্য।
    কিছু হাইলি কম্প্রেস করা গেম বা মুভি দিলে আরো খুশি হতাম

    • Cyber_Prince Author Post Creator says:

      ধন্যবাদ আপনার মতামতের জন্য আগামীতে আপনার চাহিদা মত পোস্ট করবো @ Nishan khan ভাই।

  4. Aby Abdullah Riaz Contributor says:

    Owesome post…bro

    • Cyber_Prince Author Post Creator says:

      ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য @ Aby Abdullah Riaz ভাই।

  5. Assassin Contributor says:

    highly compressed kisu movie & game apni share koren plz

  6. Astonnoor Subscriber says:

    Vai DMC 5 Kobe Ses Korchen.

  7. Sk Hadi Contributor says:

    ভাই android. এর জন্যে এইরাকম কিছু আছে

  8. Kawser Alam Contributor says:

    Nice…
    Apnar file ti compress korte koto somoy lagce?

  9. OWAKIABUL MOLLA Contributor says:

    Kali Linux er highly compressed file amake file khub khushi hotam

  10. Ashraf uddin Author says:

    Software size & time kmn lage

  11. Arshad Prottoy Contributor says:

    আপনার প্রোফাইল এ সেই সেই পোস্ট।

  12. Md. Jamil Islam Contributor says:

    Bro,apni jei version tar download link disen oita chara ki hobe na?

    • Cyber Prince Author Post Creator says:

      হবে না কেন ভাই শুধু বলেন কোন ভার্সন লাগবে।

    • Md. Jamil Islam Contributor says:

      আমার কাছে 7z এর 18.1.0.0 version টা আছে।কিভাবে করব হাইলী কমপ্রেস?

  13. Prince Contributor says:

    Good post #Cyber Prince

  14. Bodruzzaman Contributor says:

    ভাই movie ও কি এভাবে compress করা যাবে
    একটা ফাইল এ অনেকগুলা মুভি থাকলে ফাইল টা compress করে ছোট্ট করা যাবে

  15. Pavel Rahaman Contributor says:

    আজ pc নাই বলে

Leave a Reply

Switch To Desktop Version