হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য যা নিয়ে হাজির হলাম তা অনেকের জানা আবার অনেকের অচেনা এন্ড্রয়েড এর সকল এপ এবং গেমস গুলো পিসিতে চালানো ।
তাই আপনাদের সাথে শেয়ার করছি
Blue Stacks নতুন ভার্সন 3.55.70 অফলাইন ইন্সট্রলেশন লিংক ।
আমরা প্রায় সবাই এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করি আর এন্ড্রয়েড মোবাইল চলে জনপ্রিয় ওপেন সোর্স লিনাক্স কার্নেলের মাধ্যমে । আর আমরা সাধারনত পিসি তে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করি । আর আপনি চাইলে শুধু মাত্র একটি সফটওয়্যার ইন্সট্রল করে আপনার পিসি থেকেই খেলতে বা চালাতে পারবেন এন্ড্রয়েড এপগুলো ।
তো চলুন শুরু করা যাক আজকের পর্ব “কম্পিউটারেই নিন এন্ড্রয়েডের স্বাদ
খেলুন এন্ড্রয়েড গেমসগুলো চালান সাথে এপগুলো সাথে রইলো রিভিও এবং ডাউনলোড লিংক” ।
ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে তাই নিচে থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড হয়ে গেলে উপরের মত Blue Stacks টি ইন্সট্রল দেওয়ার জন্য ডাবল ক্লিক করুন।
Install বাটনে ক্লিক করুন ।
Install হতে কিছুক্ষন সময় ধৈর্য ধরুন ১০০% সম্পূর্ন না হওয়া পর্যন্ত ।
মনে রাখবেন যদি ইন্সট্রল নিতে সমস্যা করে তবে আপনি আপনার কম্পিউটারের এন্টিভাইরাস ১০ মিনিটের জন্য অফ করে নিবেন ।
Complete এ ক্লিক করে ইন্সট্রল টি সম্পূর্ন করুন।
যদি উপরের মত আসে তবে বুঝে নিতে হবে এন্টিভাইরাস সমস্যা করছে তাহলে নিচের মত করুন।
আপনার এন্টিভাইরাস টি ১০ মিনিটের জন্য বন্ধ করে দিন।
এন্টিভাইরাসের কোম্পানী ভেদে ভিন্ন রকম আসতে পারে Apply বাটনে ক্লিক করুন ভয় পাবার কিছু নেই।
দেখুন ১০ মিনিটের জন্য বন্ধ হয়ে গেছে এবার নিচের মত আসবে।
English (United States) দিয়ে সামনে অগ্রসহ হন।
এবার আপনার এন্ড্রয়েড মোবাইলের মত করে জিমেইল একাউন্ট দিয়ে সাবমিট করতে হবে Continue তে ক্লিক করুন
এবার আপনার জিমেইল একাউন্টের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করুন বা ok বাটন ক্লিক করুন।
আর যদি জিমেইল আইডি না থাকে তবে নতুন একটি তৈরী করে নিবেন।
কিছুক্ষন অপেক্ষা করুন।
এবার উপরের মত আসলে সবগুলো টিক দেওয়া থাকবে আপনি পরবর্তী স্টেপ এ যাওয়ার জন্য নেক্সট এ ক্লিক করুন।
এবার যদি আপনি চান তাহলে আপনার ক্রেডিট অথবা ডেভিট কার্ড যোগ করতে পারেন অন্যথায় No Thanks .
একাউন্ট যোগ হয়ে গেলে Emulator টি উপরের মত চালু হবে। চাইলে এখান থেকেই আপনার পছন্দের এপ বা গেমসটি ডাউনলোড করে চালাতে পারেন ।
আর যদি অতীতে সঞ্চয় করা কোন গেমস বা এপ থাকে তবে নিচের স্টেপ গুলো দেখুন।
উপরের মত Install apk আইকনে ক্লিক করুন । তাহলে আপনার হার্ড ড্রাইভ শো করবে । আপনার অতীতে সঞ্চয় করা এন্ড্রয়েড Apk ফাইলটি দেখিয়ে দিন নিচের মত করে।
আমি এখান থেকে UC Mini Handler ইন্সট্রল দিচ্ছি ।
দেখুন UC Mini ইন্সট্রল হয়ে গেছে ।
দেখুন আমি UC Mini দিয়ে ব্রাউজিং করছি। একই ভাবে যেকোন এপ বা গেমস ইন্সট্রল দিয়ে কম্পিউটার থেকে আপনি এন্ড্রয়েড এর মত করে সব কাজ গুলো করতে পারবেন।
এই বিষয়ে আমার ট্রিকবিডির সম্মানিত Author ভাইয়ারা পোস্ট করেছেন তাদের পোস্ট গুলো দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড লিংক পেতে নিচে দেখুন
Alternative Download Link
তবুও যদি কারো কোন সমস্যা থাকে তবে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন
তাহলে আর কি আজকের মত বিদায় ।
দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স ব্লগ