আমরা জানি শেয়ার ইট এর সাহায্যে ওয়াইফাই এর মাধ্যমে খুব দ্রুত ফাইল আদান – প্রদান করা যায়। তো পিসি SHAREit সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক।
- এই সফটওয়্যার টি খুব সহজ ফিচারের তাই বেশী কিছু লিখলামনা। স্ক্রীনশর্ট গুলো দেখুন।
পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ
আপনি আপনার পিসিতে ফাইলটি ডাউনলোড করেছেন আশা করি ।
যেখানে ডাউনলোড করেছেন সেখান থেকে ডাউনলোড ফাইলটি খুজে বের করুন ।
আপনি যে ফাইলটি ডাউনলোড করেছেন তার উপর ডাবল ক্লিক করুন ।
এখন Next বাটন ক্লিক করুন
ইনস্টলেশন নির্দেশাবলী অনুসরণ করুন
এটি ইনস্টল করা হলে, আপনি এটি ব্যবহার করতে থাকুন ।
আপনি উপরের মত দেখতে পারবেন আশা করি এ নিয়ে বিস্তারিত লিখার দরকার নেই আপনি চালালেই বুঝতে পারবেন।
সফটওয়্যার টি দিয়ে আপনি যে কোন ফাইল আপনার মোবাইল থেকে পিসিতে ট্রান্সফার করতে পারবেন।
আছে QR-Scan কোড এর সুবিধা যা দিয়ে আপনি আপনার পিসির সাথে মোবাইল কানেক্ট করতে পারবেন অথবা ক্যামেরা স্ক্রীন শেয়ার । কিন্তু তার আগে আপনাকে আপনার ডিভাইসটি খুজে নিতে হবে পিসিতে।
আপনি আপনার ডিভাইসের ব্যাকআপ এর কাজে ব্যবহার করতে পারবেন ।
QR Scan করে আরো কিছু ফিচার উপভোগ করতে পারবেন তা নিজেই ইন্সট্রলের পর বুঝতে পারবেন ।
ছোট এই সফটওয়্যার নিয়ে নিন আর ফাইল ট্রান্সফার করুন সেরা গতিতে।
হ্যা তবে আপনার ডেক্সটপ অথবা ল্যাপটপের ওয়াই ফাই / হটস্পট সক্রিয় থাকতে হবে ।
যদি ওয়াই ফাই থাকার পরেও কাজ না করে তবে নিচের লিংক থেকে পোস্ট টি দেখুন এবং
আপনার ড্রাইভারটি আপডেট করে নিন ।
ডাউনলোড করে নিন 22.95$ ডলার মূল্যের Iobit Driver Booster PRO 5.2.0.686 পিসি সফটওয়্যার সম্পূর্ন ফ্রীতে
আমার লেখা সকল পোস্ট গুলো পড়তে চাইলে নিচের লিংকে দেখুন
সাইবার প্রিন্স এর লেখা পোস্ট সমূ
আজকের জন্য বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স প্রথম প্রকাশিত এখানে ।