Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » শুধুমাত্র ইউএসবি ক্যাবল ব্যবহার করে যেভাবে Allwinner অ্যান্ড্রয়েড মোবাইল/ট্যাব ফ্ল্যাশ করতে হয় তার সম্পূর্ন টিউটোরিয়াল

শুধুমাত্র ইউএসবি ক্যাবল ব্যবহার করে যেভাবে Allwinner অ্যান্ড্রয়েড মোবাইল/ট্যাব ফ্ল্যাশ করতে হয় তার সম্পূর্ন টিউটোরিয়াল

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন । 

আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম 

শুধুমাত্র ইউএসবি ক্যাবল ব্যবহার করে যেভাবে Allwinner ক্যাটাগরীর অ্যান্ড্রয়েড মোবাইল/ট্যাব ফ্ল্যাশ করতে হয়

 তার সম্পূর্ন টিউটোরিয়াল নিয়ে ।

Phoenix Suit একটি ছোট টুল যা দিয়ে আপনি আপনার অ্যান্ডেয়েড মোবাইলের Stock Fimware ( img ) ফ্ল্যাশ করতে পারবেন । তবে Phoenix Suit দিয়ে আপনি সকল অ্যান্ড্রয়েড ডিভাইস ফ্ল্যাশ করতে পারবেন না । এটি শুধু মাত্র Allwinner Cpu Based ডিভাইস গুলোতে কাজ হবে।

এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে Allwinner Cpu Based ডিভাইস কোন গুলো ?
তাহলে এর বিস্তারিত জেনে নিনঃ



২০১২ থেকে ২০১৩ পৃথিবীর ১ নম্বর অ্যান্ড্রয়েড প্রসেসর নির্মাতা ছিল Allwinner . 
Q4 2013 তে চাইনিজ মার্কেটের প্রসেসর বানায় Allwinner যা Digitimes সূত্র অনুযায়ী Rockchip চাইনিজ মার্কেটে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয় যার ফলে তারা ৪ নম্বর এ চলে আসে । তবে পরবর্তীতে Intel এর বদৌলতে তারা অনেক উন্নতি সাধন করে ।

তাদের তৈরী করা মডেল গুলো হলো A10 , A10s , A13 , A20 , A23 , A31 , A31s , A33 , A80 Octa , A83T , A64 
তাহলে বুঝতেই পারছেন শুধু মাত্র উপরের মডেলের প্রসেসরের জন্য আমার পোস্টটি প্রযোজ্য ।

তাহলে শুরু করা যাকঃ

প্রথমে পোষ্টের নিচের লিংক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে হবে।
দেখে নেওয়া যাক এর ফিচারঃ



Flash Stock Firmware:



প্রথমত আপনি Allwinner Based যে কোন  Device এর স্টক ফার্মওয়্যার ফ্ল্যাশ করতে পারবেন ।

এর জন্য শুধু  মাত্র আপনার ডিভাইস অনুযায়ী স্টক ফার্মওয়্যার টি ডাউনলোড অথবা সংগ্রহ করে করে নিতে হবে।

আর সংগ্রহ করা স্টক ফার্মওয়্যারটি Software টিকে দেখিয়ে দিতে হবে আর শুধুমাত্র আপগ্রেড এ ক্লিক করে আপনার ডিভাইসটিকে ফ্ল্যাশ করে ফেলতে পারবেন ।

Flash Recovery Image:



এই সফটওয়্যার টি দিয়ে আপনি আপনার ডিভাইসের রিকোভারি ইমেজ ও ফ্ল্যাশ করতে পারবেন ।

যেভাবে আমি বলেছি ফ্ল্যাশ করার কথা ঠিক একই রকম উদাহরন হিসাবে “প্রথমে আপনার স্টক ফার্মওয়্যার টি সফটওয়্যার এ লোড করুন আপগ্রেড এ ক্লিক করলে কিছু অপশন পাবেন আপনি রিকোভারি সিলেক্ট করে দিন ব্যস হয়ে গেল রিকোভারি” ।

Flash Boot Image:





অনেক সময় দেখা যায় আমাদের ডিভাইসগুলো বুট ইমেজ এ গিয়ে সমস্যা দেখা দেয় তখন শুধু এইটুকু সমস্যার জন্য মোবাইল দোকানে দৌড়াতে হয় । কি দরকার দৌড়া ঝাপ করার এই সফটওয়্যার আপনাকে বুট ইমেজ ফ্ল্যাশ করার সুবিধাও দিবে।

 কি করতে হবে?

 এর জন্য শুধু  মাত্র আপনার ডিভাইস অনুযায়ী স্টক ফার্মওয়্যার টি ডাউনলোড অথবা সংগ্রহ করে করে নিতে হবে।

আর সংগ্রহ করা স্টক ফার্মওয়্যারটি Software টিকে দেখিয়ে দিতে হবে আর  আপগ্রেড এ ক্লিক করে আপনার বুট ইমেজটি সিলেক্ট করে দিতে হবে ডিভাইসটিকে ফ্ল্যাশ করতে।

Backup , Restore And App Install:

শুধু মাত্র উপরের সুবিধাই নয় এর আরেকটি চমৎকার ফিচার হলো আপনি ফ্ল্যাশ করার আগে হোক বা রিসেট করার আগেই হোক আপনি আপনার ডিভাইসের সকল কিছুর ব্যাকআপ নিতে পারবেন ।যা আপনার কম্পিউটারের হার্ড ড্রাইভে সংরক্ষন হবে।

আবার যখন ইচ্ছা তখন Restore করতে পারবেন ।

কিভাবে করবেন? সফটওয়্যারটি ওপেন করুন ট্যাব গুলো থেকে ব্যাকআপ এন্ড রিস্টোর সিলেক্ট করে আপনার সমস্যার সমাধান করতে পারবেন ।

উপরের লেখা পড়ার পর যারা বুঝে গেছেন ডাউনলোড করে রেখে দিন হয়তো কাজে লাগবে আর যারা এখনও একটু সমস্যা মনে করছেন তারা বিস্তারিত নিচে দেখে নিতে পারেন আমার টিউটোরিয়াল টি ।

কাজটি করতে আপনার যা যা লাগবে ঃ

  1. একটি উইন্ডোজ পিসি অথবা ল্যাপটপ ।
  2. আপনার Allwinner Cpu Based ডিভাইস ।
  3. একটি ইউএসবি ক্যাবল ।
  4. অ্যান্ড্রয়েড ডিভাইসে ৫০ থেকে ৬০ % চার্জ ।
  5. আপনার মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড ড্রাইভার (ইন্সট্রল না করলে আপনার ডিভাইস কম্পিউটারে খুজে পাবেনা)
  6.  যা আপনাকে গুগল অথবা কারো থেকে সংগ্রহ করতে হবে।
  7. আর সবচেয়ে বেশী দরকারী স্টক ফার্মওয়্যার এটাও আপনি গুগল থেকে সংগ্রহ অথবা কারো কাছে থেকে খুজে নিন অথবা যারা এসব কাজ করে তাদের থেকে যে কোন ভাবে সংগ্রহ করুন ।
  8. আর একটু চিন্তা করার মত মস্তিষ্ক ।

উপরের সব কিছু কালেক্ট করতে পারলে নিচের পদ্ধতি অবলম্বন করুনঃ





Stock Firmware পাওয়ার সবচেয়ে সহজ উপায় সার্চ করে । আপনার মোবাইলের মাদারবোর্ডে একটি নাম্বার লিখা আছে নাম্বারটা গুগলে লিখে সার্চ দিন পেয়ে যাবেন । নিচের ছবিট দেখুন।



প্রথমে আপনি ডাউনলোড করা সফটওয়্যার টি Extract করুন । এবার ইন্সট্রল করে ফেলুন।

ইন্সট্রল হয়ে গেলে আপনি সফটওয়্যার টি ওপেন করুন। আর অন্য দিকে আপনার ডিভাইসের অ্যান্ড্রয়েড ড্রাইভার আপনার কম্পিউটারে ইন্সট্রল করে নিবেন।

Power Off করে দিন আপনার ডিভাইসটি । এবং অফ করা অবস্থায় ভলিউম + এবং – দুইটি বাটন চেপে ধরুন ।

এবার ৫ থেকে ১০ বার ভলিউম বাটন চেপে ধরা অবস্থায় পাওয়ার বাটন চাপুন যতক্ষন আপনার ডিভাইসটি সফটওয়্যারের সাথে কানেক্ট না হয় ।

বিঃদ্রঃ ডিভাইসের অ্যান্ড্রয়েড ড্রাইভার আপনার কম্পিউটারে ইন্সট্রল না থাকলে কানেক্ট হবেনা ।

উপরের মত দেখতে পারবেন Firmware এ ক্লিক করুন ডিভাইস ফ্ল্যাশ করার জন্য ।

এবার আপনার সংগ্রহ করা স্টক ফার্মওয়্যার টি লোড করতে Image বাটনে ক্লিক করুন।

উপরের মত থাকবে আপনার স্টক ফার্মওয়্যারটি ইমেজ আকারে ঐটা সিলেক্ট করে দিন ।

এবার Upgrade বাটনে ক্লিক করুন ।

কিছুক্ষন অপেক্ষা করুন ।

আপনার ফার্মওয়্যার আপডেট সম্পূর্ন হয়ে গেছে ।

উপরের মত আসলে ডিসকানেক্ট করে দিন নয়তো সব ফরম্যাট হয়ে যাবে ।

তো আশা করি সবাই বুঝতে পেরেছেন । আপনাদের ভাল লেগে থাকলে নিজেকে কৃতজ্ঞ মনে করবো।

ডাউনলোড লিংক এখানে ক্লিক করুন। 
পাসওয়ার্ড : www.bdtechteam.ml

আর হ্যা যারা BDupload থেকে ডাউনলোড করতে পারেন না তারা হাসান ভাইয়ের পোস্টটি দেখুন ।

হাসান ভাইয়ের পোস্ট

কিভাবে বিডি আপ্লোড থেকে ফাইল ডাউনলোড করবেন কোনো ঝামেলা ছাড়া

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।

সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ

6 years ago (Feb 09, 2018)

About Author (354)

Cyber_Prince
author

“You are a human being before any label, handicap, disease or disorder. You are entitled to dignity. This is the human race’s one religion that unites us, yet it is our hatred and lack of tolerance that distorts our faith to a place of justification. This justification will always be in the oppressor’s benefit.” ― Shannon L. Alder CuteLancer.Com

Trickbd Official Telegram

16 responses to “শুধুমাত্র ইউএসবি ক্যাবল ব্যবহার করে যেভাবে Allwinner অ্যান্ড্রয়েড মোবাইল/ট্যাব ফ্ল্যাশ করতে হয় তার সম্পূর্ন টিউটোরিয়াল”

  1. Khairul Islam✅ Author says:

    আমার কাজে লাগবেনা,,, কিন্তু সুন্দর পোষ্ট ভাই

  2. hanif.rgt Contributor says:

    Good post. latest mobile ফ্লাশ সেয়ার Tools, software etc share করুন

  3. Trickbd Support Moderator says:

    হয়তো BDUpload ও নিষিদ্ধ করতে হতে পারে।
    ইদানীং খুব বেশি এড দেখাচ্ছে ওরা।
    ডাউনলোড করতে ও সমস্যা হচ্ছে।
    এই লিংক ফলো করে একইসাথে একাধিক সাইটে আপলোড করতে পারবেন।
    আশা করি বুঝতে পারবেন।

    • Trickbd Support Moderator says:

      সবাইকে জানিয়ে দিন।

    • Cyber_Prince Author Post Creator says:

      রাতের আগে যদি কেউ না জানায় আমি এ নিয়ে লিখবো

    • Masud Rana Author says:

      re-trainer request করে আপনাকে বলছিলাম review
      করেন।
      বলেন developing. নিয়ে ব্যস্ত আছি।
      ভাইয়া post গুলো check করে author করতে
      কতক্ষন লাগবে
      ১৫ দিন হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুই করছে
      না।

    • Trickbd Support Moderator says:

      আপনার এই সিস্টেম সম্পর্কে ধারণা নেই।
      তাই সহজ বলেই মনে হচ্ছে।
      এটা সম্পূর্ণ মেইলের মাধ্যমে কন্ট্রোল করা হয়।
      আর সাপোর্ট টিমের মেইল বর্তমানে বন্ধ।
      ডেভেলপ এর কাজ চলছে পুরোদমে।
      মেইল অফ থাকলে এগুলো কিভাবে রিভিউ করা যাবে?
      #Super_Rox কে অথর করা হয়েছিলো।

    • Noyon khan Contributor says:

      আসসালামু আলাইকুম, প্রিয় ট্রিকবিডি টিম প্রথমে আমার সালাম গ্রহন করবেন…

      আমি আপনাদের দেওয়া রুল অনুযায়ী সকল নিয়ম মেনে ৩ টা মানসম্মত পোস্ট করেছি…দয়া করে আমার পোস্ট গুলো রিভিউ করবেন এবং আমাকে ট্রেইনার পদ দিবেন

    • Cyber_Prince Author Post Creator says:

      অসাধারন তবে এর থেকে আরো উন্নত কিছু আমার সিরিয়ালে আছে আর একটু আগে দেখলে এই নিয়ে পোস্ট করে ফেলতাম।
      অসংখ্য ধন্যবাদ ট্রিকবিডি সাপোর্ট

    • Masud Rana Author says:

      বলে শীঘ্রই review করা হবে কিন্তু সব মিথ্যা
      আশ্বাস দেয় আমাদের।
      এখন অনেক author হইছে তো তাই আর
      আমাদের মূল্য নাই।
      যখন তেমন কেউ ছিল না তখন কদর ছিল।
      হাইরে ট্রিকবিডি তোর জন্য কত কি করছি আর তুই
      আজ অবহেলা করছিস

  4. Masud Rana Author says:

    re-trainer request করে আপনাকে বলছিলাম review
    করেন।
    বলেন developing. নিয়ে ব্যস্ত আছি।
    ভাইয়া post গুলো check করে author করতে
    কতক্ষন লাগবে
    ১৫ দিন হয়ে যাচ্ছে কিন্তু কোনো কিছুই করছে
    না।

  5. Arnob Contributor says:

    nice post

  6. RMSS Contributor says:

    ভাই letest model ত্রর fless করার পদ্ধতি দেন please

  7. Näzmül Häqüë Søbüj Contributor says:

    সব mobile এর জন্য দিলে ভাল হইত।।।

Leave a Reply

Switch To Desktop Version