Site icon Trickbd.com

ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য ফটোশপ CS6 হাইলী কম্প্রেস মাত্র ৭৩ mb সাথে লাইসেন্স কি তো আছেই

হ্যালো বন্ধুরা আজ আপনাদের সাথে নিয়ে হাজির হলাম
Photoshop CS6 Highly Compressed 70 MB Download
With
Full Version License Key

ফটোশপ সম্পর্কে কি বলবো এটা চিনেনা এমন লোক পাওয়া বিরল । কারন যত ক্রিয়েটিভ ডিজাইন গুলো আপনি দেখে থাকবেন তার সিংহ ভাগ আসে ফটোশপের বদৌলতে । ডিজাইনারদের কাছে জনপ্রিয়তার শীর্ষে এই ফটোশপ।

Adobe Photoshop শুধু এটাই  Adobe কোম্পানীর প্রোডাক্ট নয় এছাড়াও তাদের অনেক জনপ্রিয় প্রোডাক্ট রয়েছে যেহেতু আমি ফটোশপ সিএস ৬ শেয়ার করতে এসছি তাই অন্য দিকে গেলাম না সরাসরি টিউনে চলে যাওয়া যাক।

এই একটি সফটওয়্যারটির মাধ্যমে আপনি লোগো , ব্যানার , ওয়েব , Institube ভিডিও ইত্যাদি কাজ করতে পারবেন। এই সফটওয়্যার টি জনপ্রিয়তার শীর্ষে থাকার পেছনে রয়েছে এর অসাধারন ও সহজ টুলস গুলো ।

তাছাড়াও  সব প্রফেশনাল মানের ডিজাইন করার জন্য এর তুলনা হয়না । একজন ভাল মানের ডিজাইনার ফুটিয়ে তুলতে পারে তার কল্পনা শক্তি তার ডিজাইন গুলোর মাঝে আর তাতে সহযোগিতা করে আসছে এই ফটোশপ।

সবার এই পছন্দের সফটওয়্যার টি 70 MB হাইলী কম্পেস ফাইলটি ডাউনলোড করতে নিচের লিংক টি দেখুন।

    Download Link     

ডাউনলোড করা শেষ হয়ে গেলে Extract করে ফেলুন ।

পাসওয়ার্ড ঃ www.bdtechteam.ml

পাসওয়ার্ড টি প্রবেশ করিয়ে Extract এর অনুমতি দিন।

Extract হয়ে গেলে মূল সেট আপ ফাইলটি Install করুন ।

এবার আপনার কাছে লাইসেন্স কি চাইবে তা Extract করা ফোল্ডারে পাবেন ।

লাইসেন্স কি প্রবেশ করান সব ঠিকমত করলে হয়ে গেল আপনার ফটোশপ ফুল ভার্সন।

এরপর ও যদি কারো সমস্যা মনে হয় নিচের ভিডিও টি দেখে নিতে পারেন।

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

অতিরিক্ত প্রয়োজনে সৌজন্যের লিংক দেখতে পারেন যদি ডাউনলোড লিংক হারিয়ে যায় ।
ট্রিকবিডির সাথেই থাকুন ।

সৌজন্যেঃ সাইবার প্রিন্স ।