Site icon Trickbd.com

কোনো সফটওয়্যার ব্যবহার না করেই উইন্ডোজের যেকোনো ফাইল/ফোল্ডার লুকিয়ে ফেলুন (পর্ব – ২)

Unnamed

আসসালামু আলাইকুম।

অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

কোনোপ্রকার সফটওয়্যার এর ব্যবহার ব্যতীত উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কোনো পিসির যেকোনো ফাইল/ফোল্ডার লুকানোর জন্য এটি দ্বিতীয় পর্ব। গত পর্বে বলেছিলাম, আবার আজকেও বলি- এ পর্বে যে উপায়ের উল্লেখ আছে, সেটাকে ফাইল/ফোল্ডার লুকানো না বলে আড়াল করা বললে সত্যতার পরিমাণ বেশি হয়। কেননা আজকের পদ্ধতির দ্বারা কোনো ফাইল/ফোল্ডার পুরোপুরিভাবে লুকানো যায় না, শুধুমাত্র একে ট্রান্সপারেন্ট করে ফেলা হবে। এতেই অন্যের কাছে খুঁজে পাওয়া দুষ্কর হবে।

আজকের পোস্টটি দুভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগে থাকবে কি করে ফাইল/ফোল্ডার আইকনকে লুকানো যায়। এবং দ্বিতীয় ভাগে থাকবে কি করে ফাইল/ফোল্ডারের নাম blank রাখতে হয়।

★ আইকন লুকানোর উপায়-

১. প্রথমে আপনার ফাইল/ফোল্ডারের Properties উইন্ডো এ প্রবেশ করুন (ফাইল/ফোল্ডারের উপর ডান ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে Properties এ ক্লিক করুন)। এরপর Customize ট্যাবের আন্ডারে Change icon এ ক্লিক করুন।



২. এরপর যে উইন্ডোটি ওপেন হবে সেটি থেকে স্ক্রল করে খুঁজে-খুঁজে একটা সাদা-খালি স্থান বের করে মাউস দ্বারা ক্লিক করে চিহ্নিত করুন, OK দিন। আইকনের উইন্ডোটি ক্লোজ হলে Properties উইন্ডোটি Apply→OK করুন।

দেখুন আপনার ফোল্ডারটির আইকন উধাও বা ট্রান্সপারেন্ট হয়ে গেছে…

★ নাম লুকানোর উপায়-
কোনো ফাইল/ফোল্ডারের নাম লুকানোর ক্ষেত্রে দুইটি পদ্ধতি আছে। দুইটিই দেখিয়ে দিচ্ছি। তবে দ্বিতীয় পদ্ধতিটি সহজ।
পদ্ধতি-১ঃ

১. প্রথমে আপনার Start মেনুতে গিয়ে সার্চ বক্সে টাইপ করুন character. এখানে প্রথম যে রেজাল্টটি আসবে সেটি হলো Character Map, ওপেন করুন এটি।

২. Character Map এর উইন্ডোটি ওপেন হলে অনেক সিম্বল দেখতে পাবেন, যেগুলো আপনি copy করে টেক্সটের যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। তো এখানে কলাম ১৫সারি ৫ এ অবস্থিত স্থানে দেখবেন একটি সাদা-খালি ঘর পড়ে রয়েছে (এটি আসলে কোনো খালি ঘর নয়, একটা blank symbol মাত্র), সেটিতে ক্লিক করুন। ক্লিক করলে খালি ঘরটা বড় জুম হয়ে দেখা দিবে। এরপর উইন্ডোর নিচের দিকে দুইটা বাটন দেখতে পাবেন, সেখান থেকে প্রথমে Select
ও পরে Copy তে ক্লিক করুন। কপি করা হয়ে গেলে উইন্ডোটি ক্লোজ করে দিন।

৩. এখন আপনার ফাইল/ফোল্ডারটির Rename অপশনে যান, বর্তমান নামের স্থানে যা কপি করেছিলেন তা Paste করে দিন।

পদ্ধতি-২ঃ

আপনার ফাইল/ফোল্ডারের Rename অপশনে যান। কি-বোর্ড থেকে Alt বাটন চেপে ধরে (hold করা যাকে বলে) NumPad এরিয়া (কি-বোর্ডের ডান পাশে যে নাম্বার গুলো থাকে, অবশ্যই এখান থেকে টাইপ করতে হবে। কি-বোর্ডের উপরের অংশে যেগুলো থাকে ওখান থেকে টাইপ করলে হবে নাহ!) থেকে টাইপ করুন 0160 এবং Alt বাটন ছেড়ে দিয়ে Enter প্রেস করুন।

এখন দেখুন আইকন, নাম কিছুই নেই।

এবারে যেখানে ফোল্ডারটি ছিল, সেখানে মাউসের কার্সরটি নিলে নিচের মত দেখা যাবে…

আমি পূর্বেই বলেছি এটা সম্পূর্ণভাবে লুকানোর কোনো পদ্ধতি না।

আগামী তৃতীয় ও শেষ পর্বে আমি একটি Batch ফাইল শেয়ার করব যে ফাইলটির ক্রেডিট সম্পূর্ণ আমার, কেননা কোড আমার নিজেরই লেখা। এ ফাইলটির মাধ্যমে যেকোনো কিছু লুকানো সম্ভব। আমি মনে করি এ শেষ পদ্ধতিটিই আপনাদের কাছে সবচেয়ে সহজ মনে হবে। কারণ…..থাক, আগামী পর্বেই না হয় জানা গেল!

পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।

My Facebook Profile

ধন্যবাদ।।।