আসসালামু আলাইকুম।
অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমরা পিসি ইউজাররা প্রায় সবাই-ই উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে বেছে নিই এর ব্যবহার বান্ধব ডেস্কটপ ইনভায়রনমেন্ট এর জন্য। এই ব্যবহারকে আরো সহজতর করতে বিভিন্ন উপায় আছে যা আমাদের অনেকের নিকটই অজানা। তাই আমি আজকে হাজির হলাম এমনই একটা উপায় আপনাদের সামনে তুলে ধরার জন্য।
আজকে আমি দেখাব কিভাবে আপনার ডেস্কটপের রাইট ক্লিক মেনুতে যেকোনো অ্যাপ্লিকেশন যোগ করবেন। এর মাধ্যমে ঐ অ্যাপ্লিকেশনটিতে অ্যাকসেস করা আরও সহজ হবে। আমি এই আর্টিকেলটিতে দেখাব কিভাবে ডেস্কটপের রাইট ক্লিক মেনুতে Notepad অ্যাপ্লিকেশনটি যোগ করবেন। অন্যান্য সকল অ্যাপ্লিকেশন্স এর ক্ষেত্রেও একই পদ্ধতি অবলম্বন করলেই হবে।
কার্যপদ্ধতিঃ
১। কি-বোর্ড থেকে একইসাথে প্রেস করুন Win Key+R. সার্চবক্সে টাইপ করুন regedit এবং Enter চাপুন। Regestry Editor ওপেন হলে ব্রাউজ করে করে নিম্মোক্ত কি (Key)-তে যান-
HKEY_CLASSES_ROOT\Directory\Background\shell
২। এবারে shell নামক কি-এর উপর ডান ক্লিক করে New→Key তে ক্লিক করে নতুন একটি কি (key) তৈরী করুন, নাম দিন Notepad (ডেস্কটপে ডান ক্লিক মেনুতে আপনার অ্যাপ্লিকেশনটি যে নামে দেখতে চান). আবার একইভাবে Notepad এর উপরে ডান ক্লিক করে New→Key তে গিয়ে নতুন আরেকটি কি (Key) তৈরী করুন, এটার নাম দিন command.
৩। এখন Regestry Editor এর উইন্ডোটা Minimize করে আপনার My Computer থেকে নিম্মের ডিরেক্টরিতে যান।
C:\Windows\System32\
এখানে খুঁজে বের করুন Notepad অ্যাপ্লিকেশনটি। তারপর কি-বোর্ড থেকে Shift বাটন প্রেস করে ধরে রাখা অবস্থাতেই Notepad এর উপরে ডান ক্লিক করে দেখুন Copy as path নামে নতুন আরেকটি মেনু দেখা যাচ্ছে (Shift হোল্ড না করে ডান ক্লিক করলে এটা দেখা যেত না), ওটায় ক্লিক করুন।
৪। Path কপি করা হয়ে গেলে আবার Regestry Editor এর উইন্ডোটি টাস্কবার থেকে ফিরিয়ে আনুন। বাম পাশের সেকশনে command নামক কি (Key)-টা বাম ক্লিক করে সিলেক্ট করুন। উইন্ডোর ডান পাশে দেখুন (Default) নামে একটা কি (Key) আছে, ওটায় ডাবল ক্লিক করুন।
৫। নতুন এক উইন্ডো ওপেন হবে Edit String টাইটেলের। ওটায় একজায়গায় দেখবেন একটা টেক্সট ইনপুট এরিয়া আছে Value data লেখার নিচে। এখানে Paste করুন ঐ Path টা, যেটা আপনি Copy করেছিলেন ৩ নং ধাপে। OK দিন।
এরপর Regestry Editor-টা দেখতে এমন হবে-
এখন আপনার Desktop এ Right click করে দেখুন কনটেক্সট মেনুতে Notepad নামক অপশনটা এসেছে।
ডেস্কটপের রাইট ক্লিক মেনু থেকে অ্যাপ্লিকেশনটি বাদ দিতে চাইলে Regestry Editor থেকে প্রথমে তৈরিকৃত কি (Key)-টি Delete করে দিন।
পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।
ধন্যবাদ।।।