আসসালামু আলাইকুম।
ট্রিকবিডির সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ।
আপ্নারা অনেকেই আছেন যারা পিচি কিংবা ল্যাপ্টপ এ ইন্টারনেট ব্যবহার করেন ।
যাদের ওয়াই-ফাই আছে তারা পোস্ট টি স্কিপ করতে পারেন।
যারা আমার মত মেগা বাইট কিনে ব্যবহার করেন তাদের জন্য আমার আজকের পোস্ট ।
আমি বেশ কয়েক দিন যাবত ল্যাপ্টপ এ ইন্টারনেট ব্যবহার করে আসছি।
কিন্তু অতিরিক্ত ইন্টারনেট খরচের ঝামেলায় একেবারে বিরক্ত হয়ে গেছি।
তাই আজ অনেক ঘাটা ঘাটা করে এর সমাধান বের করলাম।
এখন আপাতত মোবাইলের মতই ইন্টারনেট খরচ হচ্ছে ।
বেশি বক বক না করে সরাসরি কাজের কথায় চলে যাই।
প্রথমে আপনি যদি Windows 10 user হন তাহলে এর অটো আপডেট অফ করতে হবে।
কিভাবে অটো আপডেট অফ করতে হঅয় না জানলে নিচের স্টেপ ফলো করুন।

1.windows + R press করুন ।
2.তারপর gpedit.msc টাইপ করে এন্টার চাপুন

3.তারপর computer confugaretion এ যান।
4.তারপর Administrative Tamplates এ যান।
5.তারপর Windows Components এ যান
6.তারপর একদম নিচে Windows update এ যান
7.তারপর Configure Automatic Updates এ গিয়ে ডিজেবল করে এপ্লাই তে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ।
এবার সেটিংস এ যান ।
তারপর নেটোয়ার্ক সেটিংস এ যান ।

তারপর ওয়াই ফাই সেটিংস থেকে Advanced settings এ যান।

তারপর SET as metered অন করে দিন।

আর আরামে ইন্টারনেট চালাতে থাকুন।
আর সময় পেলে আমার সাইট্টি ঘুরে দেখবেন।
AHTECHBD

15 thoughts on "[laptop/pc]অতিরিক্ত ইন্টারনেট খরচের ঝামেলায় ভুগছেন?এখনি নিয়ে নি সমাধান।"

  1. sarderrasel Contributor says:
    Awsome post vai.PC related aro post cai..
  2. TB Towhid Contributor says:
    really nice post its working post
    best of luck
    1. Abrarul hoque Author Post Creator says:
      thx
  3. Naim sdq Author says:
    জানি তবুও ধন্যবাদ।
    প্রথম প্রথম আমার GB-GB খেয়ে ফেলত এই Auto Update এ। এখন আর খায় না ।
  4. Faisal Kabir Contributor says:
    background data restricted korar kono upai thakele den…jate kora kono app e jate net na khaite pare…..
    1. Abrarul hoque Author Post Creator says:
      hmm..ache
    2. Faisal Kabir Contributor says:
      taila ekta post den bro….or comment a link den
  5. Ashraf uddin Author says:
    win 7 e kivabe korbo
    1. Abrarul hoque Author Post Creator says:
      bro ami kokhono win 7 use kori ni.
      google or yt te search kore dekhen

Leave a Reply