হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ব্লগার , ওয়ার্ডপ্রেস , জুমলা ইত্যাদি প্লাটফর্ম গুলোর জন্য মনের মত ডিজাইন ডাউনলোড করে নিন ১৬,৫৫৩ টাকা মূল্যের পিসি সফটওয়্যার যা দিয়ে কোডিং ছাড়া বানাতে পারবেন দারুন সব ডিজাইন
বর্তমান সময়ে ওয়েব ডিজাইনারদের চাহিদা অনেক বেশী বিশ্বব্যপী। যেমন ধরুন আপনার একটি প্রতিষ্ঠান আছে আর বর্তমান সময়ে ইন্টারনেটের উপর মানুষ অনেকটা নির্ভরশীল তাই আপনার প্রতিষ্ঠানকে সবার কাছে তুলে ধরার মাধ্যম হতে পারে আপনার ওয়েব সাইট। কেউ কেউ হয়তো এটাকে নেশা অথবা শখ হিসাবে বেছে নিয়েছে আর কেউবা পেশা হিসাবে। কিন্তু তার জন্য দরকার কোডিং সম্বন্ধে জ্ঞান , অভিজ্ঞতা এবং ধৈর্য। চাইলেই আপনি একদিনে কোডিং গুলো শিখে ফেলতে পারবেন না এর জন্য চাই প্রচুর সময় এবং চর্চা।
কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি ১৬,৫৫৩ টাকা মূল্যের পিসি সফটওয়্যার যা দিয়ে আপনি কোন কোডিং জ্ঞান ছাড়াই কিছু সময়ের ভিতর বানিয়ে ফেলতে পারবেন অসাধারন সব ডিজাইন যা আপনার কল্পনায় একে রেখেছেন তাও আবার জনপ্রিয় সব প্লাটফর্মগুলোর জন্য।
এক নজরে এর ফিচার গুলো দেখে নেওয়া যাকঃ
Artisteer প্রথম এবং একমাত্র ওয়েব ডিজাইন অটোমেশন Software যা অবিলম্বে চমৎকার ওয়েবসাইট টেমপ্লেট এবং ব্লগ থিম তৈরি করে দিতে সক্ষম ।
প্রথমত ওয়েব ডিজাইন সম্বন্ধে ধারণা তৈরি করুন।
মিনিটের মধ্যে চমৎকার ব্লগ অথবা ওয়েব টেমপ্লেট ডিজাইন করুন
ব্লগার, জুমলা, ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য সিএমএস প্লাটফর্মে রপ্তানি করুন
ফটোশপ, সিএসএস, এইচটিএমএল বা অন্যান্য কোডিং শিখতে হবে না কারন ব্যবহার করা সহজ এবং মজাদার!
লাইভ ভিউ , ডাউনলোড এবং অনলাইন ওয়েবসাইট তৈরী এবং টেমপ্লেট সম্পাদনার কাজে ব্যবহার করতে পারবেন।
ব্লগার, জুমলা, ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য সিএমএস প্লাটফর্মে রপ্তানি করুন
ফটোশপ, সিএসএস, এইচটিএমএল বা অন্যান্য কোডিং শিখতে হবে না কারন ব্যবহার করা সহজ এবং মজাদার!
লাইভ ভিউ , ডাউনলোড এবং অনলাইন ওয়েবসাইট তৈরী এবং টেমপ্লেট সম্পাদনার কাজে ব্যবহার করতে পারবেন।
ডিজাইনের প্রজেক্টগুলো সেভ করুন পরবর্তীতে কাজ করার জন্য।
ডিজাইনগুলোকে Export করতে পারবেন কোডিং বা থীম বা টেমপ্লেট হিসাবে।
এছাড়াও আছে অনেক Sample ডিজাইন যা আপনি Edit করে সাজাতে পারবেন।
Sample গুলো দেখে নিতে পারেন নিচের লিংক থেকে
কেন ব্যবহার করবেনঃ
প্রথমত এটি দামী সফটওয়্যার যা আপনাকে কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়াই অসাধারন সব ডিজাইন তৈরী করতে সাহায্য করবে। এছাড়াও এটি একটি Award প্রাপ্ত সফটওয়্যার ।
পোস্টটি পড়ার পর যদি মনে করেন সফটওয়্যারটি আপনার দরকার তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
password:www.bdtechteam.ga
উপরের লিংক হতে ডাউনলোড করতে সমস্যা হলে সৌজন্য লিংক দেখতে পারেন তবে তা অতিরিক্ত প্রয়োজনে ।
যদি ফুল ভার্সন করতে সমস্যা হয় তবে নিচের ভিডিও টি দেখে নিতে পারেন।
আজকের জন্য বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
21 thoughts on "আপনি কি ওয়েব ডিজাইনার হতে চান কিন্তু কোডিং সম্বন্ধে কোন জ্ঞান নেই তাহলে এখনি তৈরী করে ফেলুন ব্লগার , ওয়ার্ডপ্রেস , জুমলা ইত্যাদি প্লাটফর্ম গুলোর জন্য মনের মত ডিজাইন ডাউনলোড করে নিন ১৬,৫৫৩ টাকা মূল্যের পিসি সফটওয়্যার যা দিয়ে কোডিং ছাড়া বানাতে পারবেন দারুন সব ডিজাইন ।"