হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আসজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম যেভাবে উইন্ডোজ ৭ এর
This copy of windows is not genuine
ম্যাসেজটি চিরদিনের জন্য বন্ধ করে দিবেন Genuine করা ছাড়াই শুধু মাত্র CMD ব্যবহার করে
উইন্ডোজ ৭ নিয়ে তেমন কিছু বলার নেই কারন এর সাথে আমরা কম বেশী সবাই পরিচিত। অনেক সময় দেখা যায় উইন্ডোজ এক্টিভ করার কিছু দিন পরে একটি ম্যাসেজ দেখায় This copy of windows is not genuine. এর সাথে বিরক্ত করে ওয়ালপেপার চলে গিয়ে কালো পর্দা দেখায়। এর জন্য হয়তো অনেকেই উইন্ডোজটি নতুন করে ইন্সট্রল করে ফেলেন।
কিন্তু আপনি চাইলে একটি সহজ ট্রিক এর মাধ্যমে এই সমস্যার সমাধান করে নিতে পারেন। তো চলুন জেনে নেওয়া যাক যেভাবে আমরা এই সমস্যাকে ঝেটিয়ে বিদায় করবো ।
প্রথমে আপনার Start Menu তে গিয়ে CMD লিখুন এবং Run As Administrator সিলেক্ট এর মাধ্যমে ওপেন করুন অথবা win+R চেপে Run বক্স এ CMD লিখে Enter প্রেস করুন।
এবার উপরের মত SLMGR -REARM লিখুন এবং Enter প্রেস করুন।
উপরের মত দেখালে আপনার পিসি Restart দিন এবং উপভোগ করুন।
আশা করি আর কোন সমস্যা হবেনা আর সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন সমাধানের চেষ্টা করবো ।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যে ঃ সাইবার প্রিন্স