Site icon Trickbd.com

IDM – Internet Download Manager লাইফ টাইম এক্টিভ ডাউনলোড করে নিন আপনার শখের পিসির জন্য আর ডাউনলোড করতে থাকুন নিশ্চিন্তে


হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম
IDM – Internet Download Manager 7.1
ফুল ভার্সন ডাউনলোড করে নিন আপনার শখের পিসির জন্য আর ডাউনলোড করতে থাকুন নিশ্চিন্তে।

 
 
 
আমরা সাধারণত আমাদের অনেকটা সময় ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করে কাটাই তার মাঝে ব্যক্তি ভেদে আমরা অনেক ধরনের কন্টেন্ট ডাউনলোড করে থাকি। আমাদের মাঝে অনেকেই আছেন যারা ব্রাউজার দিয়েই ডাউনলোড করে থাকি তবে তা ব্যক্তি ভেদে সবার কথা বলছি না কারন আইডিএম কম বেশী সবার চেনা।যাই হোক যারা ব্রাউজার দিয়ে সাধারণত ডাউনলোড করে থাকেন তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভাল লাগবেই। 
 
এক নজরে ফিচারগুলোঃ
 
Resume সাপোর্ট যে কোন ফাইল শুধু মাত্র Expired হয়ে গেলে লিংক আপডেট করতে হবে।
 
 
 
একটি ফাইলকে কয়েকটি খন্ডে ডাউনলোড করে এতে ডাউনলোড দ্রুত হয়ে যায়।
 
 
Schedule এর মাধ্যমে ডাউনলোড এর ব্যবস্থা।
 
 
একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোডের ব্যবস্থা।
 
 
Grabber করা যা এর অন্যতম একটি ফিচার।
 
 
ফাইল ফরম্যাট অনুসারে আলাদা ফোল্ডারে অটোমেটিক ডাউনলোডের ব্যবস্থা 
 
 
 
ডাউনলোড শেষে অটোমেটিক Shut Down এর ব্যবস্থা 
 
 
প্রক্সি সিস্টেম এর মাধ্যমে আপনি আপনার প্রক্সি চেঞ্জ করেও ব্যবহার করতে পারবেন।
 
উপরের ফিচার গুলো হয়তো আপনি অন্য কোন ডাউনলোড ম্যানেজারে অথবা ব্রাউজার থেকে উপভোগ করতে পারতেন না তাই যদি IDM 7.1 সফটওয়্যারটি ডাউনলোড করতে ইচ্ছুক হোন তবে নিচের লিংক থেকে সংগ্রহ করুন।
 
 
 
 
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং ব্লগ