Site icon Trickbd.com

[Hot Post]আপনার Android এর System App গুলা খুভ সহজেই Uninstall করে ফেলুন কোনপ্রকার রুট ছাড়াই,সহজ+আপডেট পদ্ধতি

Unnamed

কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।

আজকে আপনাদের কে দেখাবো কিভাবে আপনি আপনার Android এর সিস্টেম এপ গুলা Uninstall করবেন।আমাদের মোবাইলে এমন অনেক এপ ই আছে যা আমরা ব্যবহার করি না,কিন্তু সেই গুলি আন ইন্সটল ও করা যাই না।র‍্যাম+ব্যাটারির চার্জ ত খাচ্ছেই উলটো যাদের র‍্যাম কম তাদের মোবাইল স্লো করে দিচ্ছে সেই গুলি কে যদি আন ইন্সটল করতে পারি তাহলে সব দিক দিয়ে মোবাইল এর জন্য ভাল।Android আপগ্রেড ভার্সন গুলা রুট করতে একটু ঝামেলা।তাই আমি এই পদ্ধতিতে আন ইন্সটল করছি।আসলে ঝামেলা বলতে কিছুই নাই শুধ একটু মাথা খাটালেই সব সহজ।Android 6.0+ পরের ভার্সন গুলা রুট করতে একি রকম নিয়ম ফলো করতে হয়।এখন কথা আসি আমি Symphony P8 Pro ইউস করি,স্টক+পোর্টেড রিকবেরি যতবার ই পোর্ট করে ইন্সটল করতে যাই সেইম প্রভেলম রিকবেরির সব জাইগাই ইরর+বুট এ আটকে থাকা ইত্যাদি ইত্যাদি।ব্রিক করলে ফ্ল্যাস করলেই ত সব ঠিক,কিন্তু ফ্ল্যাশ ফাইল যে ডাউনলোড ই হই না,Sp Flash টুলস এ,এমনি কি Symphony P8 pro তে যারা আমার মত বিপদে পড়েছে সবার ই সেইম প্রভলেম,সি,সি তে নিয়ে গেলাম ফ্ল্যাস করতে ফ্ল্যাশ হলো না,উলটে মোবাইলে আরো ২ দিন পরে আনলাম,৩ বার হলো এরকম এখন বুট পেটচ করে তারপর ইন্সটল করে ট্রাই মারব।অনেক বকবক করলাম এবার শুরু করি।

আগেই বলে রাখি এটার জন্য পিসি লাগবে।

২ টা এপ ডাউনলোড করুন একটা পিসির জন্য আরেক টা Android এর জন্য।

System app Uninstaller.exe(Dropapk)

Android Inspector.apk(Play Store).

দেখেনিন,এপ টা কিন্তু সিস্টেম এপ!

সিটিংস এ গিয়ে Developer option এ যান তারপর Usb Debugging অন করে দিন।

তারপর পিসিতে System app uninstaller Open করুন।


এখন আপনার ডাউনলোড করা Android Inspector এপ টা তে ডুকুন এবং আপনি যেটা আন ইন্সটল করতে চান সেই এপ এ ডুকুন।
যেমন Duo!

তারপর এপ টার পেকেজ নাম টা মনে রাখুন/লিখে রাখুন।

তারপর পিসির এপ টা তে লিখুন পেকেজ নাম টা_নিচের মত করে।
com.google.android.apps.tachyon

Enter চাপুন দেখুন নিচের মত Success আসবে।

এপ টা আন ইন্সটল হয়ে গেছে,নিচে প্রমান দেখুন।

একদম সহজ তাই না?হুম সমই ও কম লাগলো+২ টা এপ এর সাইজ ৩ এম্বির মত হবে।

এবার আপনার যেই এপ মনে চাই আন ইন্সটল করুন এই নিয়মে।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ,

শুভ রাত্রী

ফেইসবুকে আমি

 

Exit mobile version