স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি
মুভি জমাতে গিয়ে কি হার্ড ডিস্ক ফুল করে ফেলেছেন নিয়ে নিন সমাধান আপনার মুভি গুলোর Resolution HD রেখে কম সাইজে নিয়ে আসুন সহজ কথায় অনেকটা
Highly Compressed এর মত Movie Compressed আর কি
আমরা প্রায় সবাই মুভি দেখতে পছন্দ করি কিন্তু সমস্যা টা হয় তখন যখন Hard Disk Full হয়ে যায়। দেখা যায় নতুন মুভি গুলি সংগ্রহে রাখার জন্যে পুরাতন মুভি গুলো মুছে ফেলি। কিন্তু আমরা চাইলে আমাদের মুভি গুলি মুছে না ফেলে এগুলোর Resoulation ঠিক রেখে কম সাইজে নিয়ে আসতে পারি এতে সুবিধা হবে এটাই আপনি অনেক মুভি বা ভিডিও সংরক্ষন করতে পারবেন। যেমন ধরুন একটি বাংলা মুভি রয়েছে আপনার হার্ড ড্রাইভে যার সাইজ ২.৭ জিবি এখন আমরা যদি সেই মুভিটির মান ঠিক রেখে ২০০ থেকে ৪০০ MB তে নামিয়ে আনি তাহলে কেমন হবে আমার মতে তো মুভি আরো বেশী সংরক্ষন করা যাবে।
আমরা তো প্রায়ই মুভি ডাউনলোড দিয়ে থাকি কারন নতুন মুভি গুলো অনলাইনে তাড়াতাড়ি পাওয়া যায়। আর অনেক সাইটে দেখা যায় মুভির টাইটেলে লেখা থাকে Hevc যা ছোট সাইজে ভাল রেজুলেশনের। তো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে তারা এগুলো এত কম সাইজে কিভাবে নামিয়ে আনে ?
উত্তর আশা করি আমার টিউনের মাঝে খুজে পাবেন কিন্তু এর আগে আমরা জেনে নেই Hevc এর মানে কি?
এ নিয়ে হয়তো সম্পূর্ন বুঝিয়ে লিখতে পারবোনা তবে ধারণা দেওয়ার চেষ্টা করবো।
HEVC হলো সংক্ষিপ্ত রুপ যার পূর্ন শব্দ হলো High Efficiency Video Coding.
HEVC কে H.264 এবং MPEG Part2 বলা যেতে পারে।
HEVC এর উদ্ভাবক MPEG, VCEG
HEVC এসেছে H.264/MPEG-4 AVC কোডিং থেকে।
AVC (H.264 বা MPEG-4 Part 10) ব্যাপকভাবে ব্যবহৃত এর মধ্যে একটি। AVC- এর তুলনায়, HEVC একই মানের ভিডিও কোয়ালিটি, বা একই বিট রেটে যথেষ্ট উন্নতমানের ভিডিওর দ্বিগুণ ডাটা কম্প্রেশন অনুপাত প্রদান করে (সহজ কথায় কম সাইজে ভাল রেজুলেশন)। এটি 819২ × 4320 Resoulation এবং 8k UHD পর্যন্ত সাপোর্ট করে।
আশা করি অল্প হলেও HEVC এর ধারণা আপনাদের দিতে পেরেছি।
এবার কিভাবে যে কোন ভিডিও কে HEVC Format এ পরিবর্তন করবেন তার বিস্তারিতঃ
ডাউনলোড হয়ে গেলে উপরের মত একটি ফাইল দেখতে পারবেন ডাবল ক্লিক করুন।
Accept বাটনে ক্লিক করে সামনে আগানোর অনুমতি দিয়ে দিন।
এবার উপরের মত আসলে Extract বাটনে ক্লিক করুন।
এবার আপনাকে পাসওয়ার্ড দিতে হবে।
পাসওয়ার্ড হলো www.cyberdl.ga
এবার পাসওয়ার্ডের নামে একটি Folder তৈরী হবে তার ভিতরে আপনি মূল সফটওয়্যার টি খুজে পাবেন।
এবার ইন্সটল করার পালা ডাবল ক্লিক করে ইন্সটল করে ফেলুন।
আপনার ভিডিও ফাইল টি দেখিয়ে দিন সাথে কোথায় আউটপুট হবে তার নির্দেশনা দিয়ে দিন।
এবার ৩২০*২৪০ নির্বাচন করুন তবে আরো ভালো রেজুলেশন পেতে উপরের গুলো নির্বাচন করে ধারনা নিতে পারেন।
আমি যে ফাইলটি সাইজ কমাতে দিয়েছি তার সাইজ ২.০৭ GB.
যখন HEVC ফরম্যাট এ চলে আসলো তখন এর সাইজ ২৫৭ MB তে নেমে আসলো।
এখন হয়তো অনেকেই বলবেন কি প্রমান আছে ?
প্রথমত আমি বলবো একবার নিজেই চেষ্টা করে দেখুন আর যদি রাজী না থাকেন তবে নিচে ভিডিও প্রুফ দিলাম।
শুধু প্রমান নয় কোন রকম সমস্যা থাকলেও ভিডিও টি আপনাকে ধারনা দিতে সাহায্য করবে।
#সবশেষে উচ্চমানের গ্রাফিক্স এবং প্রসেসিং ক্ষমতা যত ভাল মানের হবে ভিডিও এর রেজুলেশন ও ঠিক ততটাই ভাল মানের আসবে। যারা HEVC বানাতে পারেন না তারা কাজ আরম্ভ করে দিন আর মূল কথা হলো এটা শুধু মাত্র নমুনা ছিল এমন কাজ করার জন্য অনেক ভাল মানের সফটওয়্যার পাওয়া যাবে।
Download Link
তো আর কি ? আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং CyberDL