আমাদের পিসি গুলোতে সাধারণত Pendrive বা Memory Card জাতীয় ডিভাইসগুলো দিয়ে কাজ করে থাকি অতি আনন্দের সাথে। তবে বিপত্তি ঘটে তখন যখন এর মাধ্যমে আমাদের শখের পিসিতে বাসা বাধে এসে শর্টকার্ট নামে অতি পরিচিত ভাইরাস টি। অনেক সময় দেখা যায় কম্পিউটারে এন্টিভাইরাস গুলো থেকেও কোন রকম ভাল ফলাফল পাওয়া যায়না।আবার অনেকে তো দেখা যায় সরাসরি উইন্ডোজ পরিবর্তন অথবা হার্ড ড্রাইভ ফরম্যাট করে নতুন করে সব আরম্ভ করে।
তবে আপনি কিন্তু চাইলে শুধু মাত্র একটি সফটওয়্যার ডাউনলোড এবং ইন্সটল এর মাধ্যমে এই সমস্যা হতে মুক্তি পেতে পারেন।চাইলে পোষ্টের শেষে থেকে ডাউনলোড করে নিতে পারেন।
Smadav:
আপনার পেনড্রাইভ বা মেমোরী কার্ড এর মত ইউএসবি ডিভাইস গুলোর জন্য সেরা USB এন্টিভাইরাস।
সম্পূর্ণ অফলাইনে কাজ করা যাবে তবে এর আপডেট বের হতে থাকে প্রতিনিয়ত চাইলে প্রতিমাসে একবার আপডেট দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন।
এটা শুধু শর্টকার্ট Clean করবেনা এটা আপনার পিসির Registry সমস্যা গুলোর সমাধান করবে।
Smadav Pro আপনার কম্পিউটারের অতিরিক্ত সুরক্ষা এবং ভাইরাসকে পরিষ্কার করার জন্য ব্যবহার করতে পারেন।
Smadav Pro ইন্টারনেট এর মাধ্যমে স্বয়ংক্রিয় আপডেট করতে পারবেন।
SmadAV ব্যবহারকারী কমান্ড ছাড়া স্বয়ংক্রিয়ভাবে নতুন শর্টকাট বা ভাইরাস মুছে ফেলতে পারে।
সফটওয়্যার টি মাত্র ১.৬৭ MB সাইজের তাই এ নিয়ে বিস্তারিত লিখার প্রয়োজন নেই দেখে এরিয়ে গেলাম।
নোটঃ এটি ক্রাক ভার্সন আশা করি বুঝবেন না বুঝলে এরিয়ে যাওয়া ভালো হবে কারন এন্টিভাইরাস কিছুক্ষনের জন্য বন্ধ না করে ইন্সটল এবং Key Generate করতে পারবেন না।
Smadav Pro 2018 11.9.1 Setup + _gen.zip – 1.6 MB
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স।