Site icon Trickbd.com

আপনার কম্পিউটার এ কি ফাইল কপি পেস্ট হতে অনেক সময় নেয় তাহলে এটা ডাউনলোড করে নিন এবং ফাইল কপি পেস্ট করুন আগের থেকে বেশী স্পিডে

পিসিতে আমরা আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো সঞ্চয় করি তা যেখান থেকেই সংগ্রহ করতে হোক না কেন কিন্তু অনেক সময় দেখা যায় যে পিসি খুব স্লো ভাবে ফাইল ট্রান্সফার করছে তখন নিশ্চই খুব বিরক্ত লাগে কি আর করা সহ্য করেন অনেকে তবে আপনি কিন্তু চাইলেই আপনার পিসির ট্রান্সফার ক্ষমতা বাড়িয়ে নিতে পারেন ছোট্ট একটা সফটওয়্যার ব্যবহার করে।




Tera Copy ব্যবহারের সুবিধাঃ


Tera Copy Pro – Code Sector Corp. এর তৈরী ছোট ও দরকারী পণ্য। এটি দ্রুত হারে আপনার ফাইলগুলির অনুলিপি এবং আপনার ফাইলগুলিকে উইন্ডোজ  এর যে কোন ড্রাইভে সরানোর জন্য সুবিধাজনক প্রতিস্থাপন তৈরী করে। আপনি কপি/অনুলিপি করার সময় Task বন্ধ করে দিতে পারেন আছে Pause করে রাখার মত দরকারী ব্যবস্থা।এছাড়া অপেক্ষা না করে কপি চলাকালীন সময়ে অন্য ফাইল যুক্ত করতে পারবেন। এই অ্যাপটি বিশ্বের ২0 টির বেশি ভাষা সমর্থন করে। সুতরাং, এখন বিনামূল্যে  সিরিয়াল কী সঙ্গে TeraCopy প্রো v3.26 ডাউনলোড করে রাখুন।


Tera Copy এখন উইন্ডোজ ১০ সমর্থন করে।



তবে এটার সম্পূর্ন ফিচার উপভোগ করতে চাইলে আপনাকে প্রিমিয়াম ফিচার ব্যবহার করতে হবে।



দেখুন উপরে Tera Copy Pro এর দাম ২৪ ডলার কিন্তু ভয় নেই আমি আপনাদের সাথে প্রো ভার্সন শেয়ার করবো।

এক্টিভ করার সময় নেট কানেকশন অফ করে নিবেন।


নিচে ডাউনলোড লিংক দেওয়া রইলো।


Tera Copy 4MB





আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।


সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং মুভি সাইট