Site icon Trickbd.com

[PC] ডাউনলোড করে নিন ৫,০৭৫ টাকা মূল্যের সফটওয়্যার ওয়েব ডিজাইনারদের জন্য ফ্রি তে এখন থেকে কোডিং জ্ঞান ছাড়াই চলবে ওয়েব সাইট বানানো

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ৫,০৭৫৳ টাকা মূল্যের একটি কম্পিউটার সফটওয়্যার যা দিয়ে কোন প্রকার কোডিং জ্ঞান ছাড়াই মনের মত ওয়েব এর জন্য সাইট বানাতে পারবেন

 
 
আমি আজ যে সফটওয়্যার আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি তার নাম হলো WYSIWYG Web Builder 12 যদিও এর বর্তমান আপডেট হচ্ছে WYSIWYG Web Builder 14 কিন্তু দূর্ভাগ্যবশত আপডেট ভার্সনকে ট্রায়াল থেকে ফুল ভার্সনে রুপান্তর করতে এখনো সফল হইনি তাই আমি নিজে যেটা দিয়ে টুকিটাকি কাজ করি তা শেয়ার করলাম।
 
 
 
WYSIWYG Web Builder 14 এর মূল্য উপরের চিত্রে দেখা যাচ্ছে ৫৯.৯৫$ ডলার যা বাংলাদেশী টাকার হিসাবে ৫,০৭৫ টাকা।
 
 
 
 

শুধু যে টাকার হিসাব দেখাচ্ছি তা নয় এবার আসুন সফটওয়্যার সম্পর্কে জানা যাকঃ

 
 
ডেক্সটপ থেকে ওয়েবসাইট বানাতে পারবেন শুধু মাত্র ড্রাগ এবং ড্রপ এর মাধ্যমে।
 আপনি যখন সাইট ডিজাইন করবেন তখন আপনি তা লাইভ দেখতে পাবেন এতে কাজের গতি হবে ২গুন।
“এক ক্লিকে পাবলিশ” কোন প্রকার FTP সফটওয়্যার ব্যবহার করতে হবে না আপনার শুধু হোস্টিং একাউন্ট হলেই চলবে।
আপনি চাইলে Contact ফর্ম তৈরী করে নিতে পারবেন তাও আবার ক্যাপচা সাপোর্টেড।
অত্যাধুনিক গ্রাফিক্স টুল এর মাধ্যমে আপনি  আকার , ফন্ট , সাইজ , রঙ ইত্যাদি ছাড়াও আপনার সাইটের চিত্র গুলোকে অসাধারন কিছু ইফেক্ট দিতে পারবেন।
এর সাহায্যে আপনি নানা ধরনের Jquery এনিমেশন ইফেক্ট দিতে পারবেন।
গুগল সাইটম্যাপ তৈরী করা যাবে / PayPal eCommerce টুলস ছাড়াও অনেক টুলস রয়েছে।
Navigation bars, tab menus, dropdown menus, sitetree, slidemenus. Built-in Slide Shows, Photo Galleries, Rollover images, Banners সাপোর্ট করে।
Flash Video, Windows Media Player এছাড়াও ইউটিউব সহ নানা ফরম্যাট এর ভিডিও আপনি সাইটে যোগ করতে পারবেন সফটওয়্যার এর সাহয্যে .
এই সফটওয়্যারে আপনি আপনার কাজগুলো আরো সুন্দর করে সাজাতে পাবেন ২৫০+ Extension.
 মোট কথা উপরের বর্ণিত সুবিধা ছাড়াও আপনি অনেক সুবিধা পাবেন মূলত যে সুবিধাগুলো একটি সাইট বানাতে গেলে লাগে থাকে তবে একবার ভেবে দেখুন আপনি যখন সবগুলো কাজ একটি সফটওয়্যারের মাধ্যমে করতে পারছেন তাহলে অবশ্যই সফটওয়্যার এর গুনগান করতেই হয় তাই নয় কি?
 

WYSIWYG Web Builder 12 এর  কিছু চিত্র

 


WYSIWYG Web Builder 12 ডাউনলোড

 

 
Download Link 50MB

Password: cyberprince

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং Movie4Tag