আসসালামু আলাইকুম ,প্রিয় ভাইয়েরা কেমন আছেন সবাই।প্রথমে ট্রিকবিডিকে ধন্যবাদ জানাই।
USB বুট করার ছোট ও সেরা সফটওয়্যার:- ইউএসবি বুট করার অনেক সফটওয়্যার থাকলেও এর মধ্যে ছোট ও ভাল সফটওয়্যারটি হলো Rufus আমাদের ইউএসবি বুট করার জন্য আমাদের করণীয়:-Rufus সফটওয়্যারটিDownload করে Open করতে হবে।
(1)কম্পিউটারে পেনড্রাইভ বা মেমোরি কার্ড প্রবেশ করাতে হবে।পেনড্রাইভ বা মেমোরি কার্ড প্রবেশ করানো হলে তা অটোমেটিক Rufus এ সো করবে।আমাদের ফাইল সিলেক্ট করার জন্য স্কিন শর্টে দেখানো 1 অপশন থেকে Disk or Iso Image সিলেক্ট করে আমাদের ফাইল সিলেক্ট করতে হবে।
(2)ফাইল সিলেক্ট করার পর স্কিন শর্টে দেখানো 2 অপশনে NTFS দেখাবে যদি না দেখায় তাহলে NTFS দেখিয়ে দিব(শুধুমাত্র অপারেটিং সিস্টেম এর ক্ষেএে)।
(3)আমাদের START এ ক্লিক করতে হবে কাজ সম্পন্ন হলে নিচের মতো আসবে তখন আমরা CLOSE করে দিব।