Site icon Trickbd.com

[Updated] (Chrome Tricks) কিভাবে গুগল ক্রোমের হোম পেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করবেন। Without any Extension

আসসালামুআলাইকুম

T-800

For the Updated Part scroll down at the bottom

আশা করি সবাই ভাল আছেন । আজকের পোস্টের বিষয় হচ্ছে কিভাবে গুগল ক্রোমের হোমপেজের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা যায়।

অপেরা ব্রাউজারে ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা যায় । কিন্তু গুগল ক্রোমে ডিফল্টভাবে এটা করা যায় না । তবে এর জন্য আমরা কোন এক্সটেনশন অ্যাড করব না অথবা কোন থিমও অ্যাড করব না।

আমরা ক্রোমের অ্যাডভান্সড কাস্টমাইজেশন টুল ব্যাবহার করব ।

তাহলে চলুন শুরু করে দিই— কারণ এটা বিস্তারিত বলার কিছু নাই ।

আমাদেরকে প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে—–
তারপর ক্রোমের এড্রেস বারে গিয়ে লিখতে হবে chrome://flags লিখে এন্টার প্রেস করুন–তাহলে এরকম আসবে—–


তারপরে উপরের Search Flags সার্চবারে গিয়ে লিখবেন new tab page —-


সার্চ রিজাল্ট থেকে Enable using the Google local NTP এটার বাম পাশের ড্রপডাউন মেনু থেকে Enabled এ ক্লিক করুন—–


আরেকটু নিচে থেকে New Tab Page Background Selection এটাও এনাবল করে দিন—-


তারপর RELAUNCH NOW তে ক্লিক করুন—-


গুগল ক্রোম relaunch হবে—–
তারপর New Tab এ ক্লিক করুন— তাহলে নিচের ডান কোণায় একটা সেটিং আইকন দেখতে পাবেন ।
ঐটাতে ক্লিক করুন–তারপর Chrome wallpapers এ ক্লিক করুন —


তারপর যেকোন একটা ওয়ালপেপার সিলেক্ট করে দিন– তারপর Done .


তারপর Done.

Updated Part:-

আপনি যদি গুগল ক্রোম লেটেস্ট ভার্সনে আপডেট করেন তাহলে আপনাকে আর flags এডিট করতে হবে । ডিফল্টভাবেই হোমপেজের ব্যাকগ্রউন্ডে ইমেজ সেট করতে পারবেন – তাছাড়া আপনি আপনার কম্পিউটার থেকে কাস্টম ইমেজও সেট করতে পারবেন ।যেটা আমার আগে জানা ছিল না । এবং এর জন্য আমি অত্যন্ত দুঃখিত । ক্রোমের লেটেস্ট ভার্সন হল  69.0.3497.92 ।

আজকের মত Done.
আগামী পোস্টে আবার দেখা হবে ।
–আল্লাহ হাফেজ ।–