হাই সবাই কেমন আছেন আশা করি ভালো ট্রিক বিডি তে এটা আমার প্রথম পোষ্ট
অনেক সময় দেখা যায় আমরা আমাদের কম্পিউটারে কোন সফটওয়ার ইন্সটল করতে গেলে যেমন Camtasia বা অন্য ভিডিও Editor বান নেটফ্রেমওয়ার্ক এগুলু ইন্সটল করতে চাইলে হয়না তখন আমাদের আবার w7 এর সার্ভিস প্যাক ১ সেটআপ দিতে হয় আর আজকে আমি দেখাবো কিভবে ১ মিনিটে Windows এর সার্ভিস প্যাক ১ সহ সকল ভার্সন পরিবর্তন করতে পারবেন।
তো চলুন শুরু করি স্ক্রিনশর্ট গুলু ভালো করে দেখুন।
প্রথমে Windows + R প্রেস করুন এমন আসবে
এবার এখনে লিখুন regedit এইবার Enter চাপুন
এইবার একটা কমান্ড আসবে yes দিন এখন এমন একটা পেজ আসবে
এবার লাল মার্ক দেওয়া এটাতে ক্লিক করুন
এবার SYSTEM এ ক্লিক করুন
এবার নিচের দিকে আসেন দেখেন Windows লিখা আছে এটা তে ক্লিক করুন
এবার এমন একটা পেইজ আসবে
ডান পাশে দেখুন কিছু ফাইল দেখা যাচ্ছে এখান থেকে CSDversion
এটাতে ওপেন করুন এমন একটা পেজ আশবে
এবার এখানে যদি আপনি সার্ভিস প্যাক ১ করতে চান তবে 100 দিন
এবার ok দিন আপনার কাজ শেষ এবার দেখুন আপনার Windows 7 সার্ভিস প্যাক ১ হয়ে গেছে
এবার বিন্দাস সব কিছু ইন্সটল করুন।