-আসসালামু আলাইকুম-
প্রথমেই Happy BirthDay GOOGLE . আজ থেকে বিশ বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত হয় এরকম একটি আজাইর্যা প্রতিস্টান । 🙂
ধারণা করা হয় বর্তমানে পৃথিবীতে ১.৫ বিলিয়নেরও বেশি ওয়েবসাইট রয়েছে । এক বিলিয়ন ১০০ কোটি । এর মধ্যে ২০০ মিলিয়নের বেশি ওয়েবসাইট সবসময় অ্যাক্টিভ রয়েছে । NetCraft এর এক সমিক্ষা অনুযায়ী সর্বপ্রথম ১ বিলিয়ন ওয়েবসাইটের মাইলস্টোন হয় ২০১৪ সালের অক্টোবরে । আর ১৯৯১ সালে প্রথম ওয়েবসাইটটি তৈরি হয় । ১৯৯১ সাল থেকে ২০১৪ এর শেষ পর্যন্ত সময়ে ১ বিলিয়ন ওয়েবসাইট তৈরি হয় আর ২০১৫ থেক আজ পর্যন্ত মাত্র তিন বছরেই আরও এক বিলিয়ন ওয়েবসাইট এর মাইলস্টোন তৈরি হতে যাচ্ছে । বুঝতেই পারছেন ওয়েবের চাহিদা কত বাড়ছে ।
বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট তৈরি হচ্ছে । কিছু ওয়েবসাইট দরকারি, কিছু ওয়েবসাইট অদরকারি আবার কিছু ওয়েবসাইট মজার উদ্যেশ্যে তৈরি করা হয়েছে । এগুলোর মধ্যে এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেগুলো পরিদর্শন করলে আপনি একটু হলেও অবাক হবেন । এইরকম পাঁচটি ওয়েবসাইট নিয়েই আজকের পোস্ট । ওয়েবসাইটগুলো পিসিতে ভালোভাবে চলবে ১০০% তবে মোবাইলেও ট্রাই করতে পারেন ।
১। yourworldoftext
এই ওয়েবসাইটটি যেকোন ভিজিটর দ্বারা সম্পাদনকৃত টেক্সট এর একটি অসিম গ্রিড । ওয়েবসাইটটিতে প্রবেশ করলে ইউনিকোড ফরমেটে লিখা অসংখ্য টেক্সট দেখতে পাবেন । আবার টেক্সট দিয়ে করা অনেক স্টাইলও দেখতে পাবেন । মজার বিষয় হল এখানে টেক্সটগুলোর কোন শেষ নেই । আপনি মাউস দিয়ে ড্রাগ করলে উপর নিচে ডানে বামে যেদিকেই যান না কেন টেক্সটগুলোর শেষ পাবেন না । আরও একটি মজার বিষয় হল আপনিও এখানে টেক্সট এডিট করতে পারবেন । সাইটটিতে প্রবেশ করে কোন এক জায়গায় মাউস পন্টার রেখে লিখা শুরু করে দিতে পারবেন । এই ওয়েবসাইট এর আরেকটি ফিচার হল আপনি এখানে আপনার টেক্সট ওয়ার্ল্ড তৈরি করতে পারবেন । এর জন্য এই লিঙ্কের শেষে আপনার নাম দিয়ে এন্টার দিন । যেমন http://yourworldoftext.com/forexample এখানে forexample এ আপনার কিওয়ার্ড দিলে নতুন একটা ব্ল্যাংক স্ক্রীন ওপেন হবে । এখানে আপনার টেক্সট ওয়ার্ল্ড তৈরি করতে পারবেন । তবে দুঃখের বিষয় আপনি এই ওয়েবসাইট থেকে কোন টেক্সট কপি করতে পারবেন না ।
Visit Now
২। Windows 93
আজ থেকে বিশ বছর আগের উইন্ডোজ কেমন ছিল আপনি হয়ত জানতে পারবেন কিন্তু ব্যাবহার করে দেখতে পারবেন কি ? এটার ISO ফাইল আপনি সচরাচর পাবেনই না । আর পেলেও নিশ্চয় আপনি আপনার কম্পিউটার এ ২০ বছর আগের উইন্ডোজ কখনও ইন্সটল করবেন না । কিন্তু আপনার মন জানতে চাইছে কেমন ছিল উইন্ডোজ ৯৩ । যদি ব্যাবহার করেই দেখতে চান তাহলে এই ওয়েবসাইটটি ভিজিট করে দেখুন । মনে হবে যেন আপনি উইন্ডোজ ৯৩ এর কোন একটি কম্পিউটার এর সামনে বসে আছেন । একদম হুবহু উইন্ডোজ ৯৩ এর কম্পিউটার এক্সপেরিয়েন্স পাবেন । ওয়েবসাইটটি ভিজিট করে দেখলে অবশ্যই আপনার ভালো লাগবে ।
Visit Now
৩। Horses Unlimited Leg
বাস্তব জীবনেই হোক আর আপনার কম্পিউটারের ডিসপ্লেতেই হোক ঘোড়া আপনি অবশ্যই দেখেছেন । স্বভাবতই ঘোড়ার চারটি পা এবং পাগুলোর উচ্চতা বেশি হলে ৪ ফুট । কিন্তু এমন ঘোড়া কি কখনও দেখেছেন যার পার উচ্চতা আনলিমিটেড । বাস্তবে এমন ঘোড়া কস্মিনকালেও দেখতে পারবেন না । কিন্তু এই ওয়েবসাইটটিতে গেলে এমন একটি ঘোড়া দেখতে পারবেন যার পা অসিম । পাগুলো থাকবে নিচের দিকে । আপনি আপনার মাউস দিয়ে স্ক্রল করতে থাকুন । স্ক্রলিং করতে করতে আপনার আঙুল ব্যাথা হয়ে যাবে কিন্তু ঘোড়ার ঘোড়ালি খুঁজে পাবেন না । একবার ভিজিট করে দেখতে পারেন । একটু হলেও বিনোদন পাবেন ।
Visit Now
৪। Cats Rain
মানে বিড়ালের বৃষ্টি ? হ্যা , বাস্তবে আমরা পানির বৃষ্টি দেখি । কিন্তু বিড়াল বৃষ্টিও হয় নাকি ? হ্যা হয় কিন্তু বাস্তবে না এই ওয়েবসাইটে । এই ওয়েবসাইট টিতে প্রবেশ করলে দেখতে পাবেন উপর থেকে কিছু বিড়াল পরছে । উপরের কোণায় লিখা আছে Make It Rain ওটাতে ক্লিক করলেই বিড়াল বৃষ্টি দেখতে পারবেন । আবার আপনি মাউস দিয়ে ক্লিক করে বিড়ালগুলোকে ক্যাচ করতে পারবেন , ড্রাগ করতে পারবেন । জোরে ড্রাগ করে ছেড়ে দিয়ে বিরাল্গুলোকে ছুরে ফেলে দিতে পারবেন । জাস্ট ফান । শুধু মজার জন্যই তৈরি করা হয়েছে এই ওয়েবসাইটটি । আশা করি ভিজিট করে দেখলে আপনার অবশ্যই ভাল লাগতে পারে ।
Visit Now
৫। 100,000 Stars
কখনো ভেবে দেখেছেন এই সম্পূর্ণ বিশ্বজগতের তুলনায় আপনি বা আমি ঠিক কতটা ছোটো ? আমাদের মানুষের কথা বাদই দিলাম। আমাদের এই পৃথিবীটা এই সম্পূর্ণ বিশ্বজগতের তুলনায় কতটা ছোটো ভেবে দেখেছেন ? ভেবে দেখেন আর নাই বা দেখেন, এই ওয়েবসাইটটি ভিজিট করলে আপনি কিছুটা হলেও ধারনা পাবেন যে আমরা আসলে কতটা ক্ষুদ্র। এই ওয়েবসাইটটি আপনাকে সম্পূর্ণ ইউনিভার্সের মধ্যে আপনার জায়গাটা ঠিক কোথায় সেটাই দেখাবে। মাউস কার্সর এর সাহায্যে জুম ইন, জুম আউট করে দেখতে পারবেন সব এবং অবশ্যই ভাল লাগবে। অবসর সময়ে ভিজিট করে দেখতে পারেন ওয়েবসাইটটি।
Visit Now
Part 1 Link :- LINK
আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভালো ফিডব্যাক দিবেন ।
ধন্যবাদ ।
–আল্লাহ হাফেজ–