Site icon Trickbd.com

আপনার কম্পিউটারে আর বার বার কষ্ট করে রিফ্রেস করতে হবেনা এখন থেকে অটো রিফ্রেস হবে আপনার কম্পিউটার বিস্তারিত পোষ্টে

Unnamed



সবাই কেমন আছেন?


আসা করি সবাই ভালো আছেন।
আপনাদের দোয়ায় আমি আল্লাহর রহমতে ভালোই আছি

তো অন্য দিন গুলোর মতো আজ আর বেশি কথা বলবো না সরাসরি কাজের কথায় আসি আজ যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে সেয়ার করবো সেটা হলো কিভাবে কম্পিউটারে অটো রিফেস করার ফাইল বানানো যায় এবং সেটা দিয়ে কিভাবে অটো রিফেস করা যায়


আমি জানি বিষয়টি খুবই সহজ এবং আমি এটাও জানি যে আমার চেয়ে অনেক দিন আগে থেকেই অনেকেই এ বিষয়টি জানে।

আমি সে সব ভাইদের বলতে চাই এ পোষ্টা আপনার জন্য না, আপনি চাইলে পোষ্টা পড়ে দেখতে পারেন কিন্তু আমার মনে হয় না আপনার কনো লাভ হবে কারন আপনি তো আগে থেকেই জানেন।
আমি সুধু সে সব ভাইদের উদ্দেশে পোষ্টা লিখতে বসলাম যারা এখনো বিষয়টি জানেনা শুধু তাদের জন্য।


আর একটা কথা আমার আগে যদি কনো বড় ভাই ট্রিকবিডিতে এই পোষ্ট করে থাকে তাহলে সে পোষ্টের লিঙ্ক দিবেন আমি পোষ্টা পড়ে যদি মনে হয় যে আমার পোষ্টের সাথে ওই পোষ্টের মিল আছে তাহলে মডারেটর ভাইদের বলে পোষ্টা ডিলেট করার ব্যবস্থা করবো।
আমার কথা শেষ।

চলুন আজকের পোষ্টে ফিরে আসি।


প্রথমে আপনার মাউসের রাইট বাটনে কিল্ক করুন নিচের মতো, এবার New থেকে Text Document এ কিল্ক করুন

তার পর দেখুন আপনার কম্পিউটার এ নিচের মতো একটি ফাইল আসবে সেখানে কিল্ক করুন..

এবং নিচের মতো আমি যেভাবে লিখেছি সেভাবে লিখুন। না পারলে নিচে থেকে কপি করুন
Echo off
cd/
tree
C:
tree
D:
tree
F:
tree
G:
tree
H:
tree

তার পর নিচের মতো ফাইল থেকে সেভ এস এ কিল্ক করুন.

তার পর নিচের মতো ফাইল নেম এ আপনার যা ইচ্ছা তা নাম দিন এবং নাম শেষ এ লিখুন .bat এবং
লিখে সেভ করুন।

তার পর দেখুন Text ফাইল আকারে আসবে ওখানে কিল্ক করুন


দেখুন আমার কম্পউটার অটো রিফেস হচ্ছে এভাবেই মূলতো কম্পউটারে অটো রিফ্রেস করা হয়।