সবাই কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে অামিও ভালোই আছি।
আজকের বিষয়ঃ কোন ফাইল বা ফোল্ডার নয় পুরো Drive টাই কিভাবে হাইড করা যায় সেটা দেখাবো।
তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
আরেকটা কথা বলে নেই আমি windows 10 এ এই কাজটি করতেছি যারা windows 7-8 use করেন তাঁরাও ট্রাই করেন হতে পারে।
প্রথমে আপনার Desktop থেকে This Pc তে কিল্ক করুন নিচের মতো।
এবার আপনি যে Drive টা হাইড করবেন সেটা মনে রাখবেন যেমন আমি D: Drive টা হাইড করবো তাই আমি মনে রাখলাম এবং Kaybord থেকে Windows+R এক সাথে চাপুন এবার দেখুন নিচের মতো আসবে এবার সেখানে লেখুন gpedit.msc এবার Enter এ কিল্ক করুন এবার দেখুন নিচের মতো অাসবে
তার পর নিচের মতো একের পর এক কাজ করুন
তার পর
তার পর
তারপর
এখন দেখুন Drive টা আর নাই
আবার আগের অস্থায় ফিরিয়ে আনতে চাইলে
এখন দেখুন আবার ফিরে এসেছে।