Site icon Trickbd.com

[Linux On Win10]এইবার আপনার windows 10 এ পাবেন লিনাক্স এর ফিচার(ডিফল্ট ভাবে ব্যাবহার করতে পারবেন Ubunt এবং আরো লিনাক্স অপারেটিং সিস্টেম)

Unnamed

আসালামু আলাইকুম !

মাইক্রসফট অবশেষে windows 10 এ লিনাক্সের স্বাধ পাওয়ার সুযোগ করে দিচ্ছে।  Update Preview Build 14316 তে এই সুযোগ থাকছে।
লিনাক্স যারা ইউজ করেন তাদের জন্য একটি সুখবর বটে।

 

কথা না বাড়িয়ে কিভাবে আপনিও এই সুযোগ পাবেন সেই কথায় যাই।

ধরে নিলাম আপনারা Windows 10 ইউজ করছেন। Settings থেকে Update & security। 

নিচের দিকে Advanced options এ ক্লিক করবেন। Get Insider Preview builds section থেকে, Slow > Fast করে দিন।

 

মনে রাখবেন, আপনার মাইক্রসফট একাউন্ট  যেন লগইন থাকে।

এখন Check for updates থেকে আপডেইট করেন।

কোন কিছু আপডেইট থাকলে তা ইন্সটল করেন।

 

Enable Developer Mode এবং Linux Subsystem on Windows 1oঃ

এবার windowsএর সার্চ বক্সে Turn Windows features on or off  লিখে সার্চ দিলে একটা বক্স আসবে, ঐখান থেকে Subsystem for Linux (Beta) টিক মার্ক করে দেন।

 

এখন  আপনার সিস্টেম রিস্টার্ট করেন।

Developer Mode on করে Linux Subsystem এনেবেল করার পর লিনাক্স বাইনারিগুলা ডাউনলোড এবং ইন্সটল করতে হবে আপনার পিসিতে।

 

Command Prompt window ওপেন করে bash লিখুন। Y দিয়ে কন্টিনিউ করেন। ব্যাস কাজ শেষ।

 

আপনি চাইলে Windows Store থেকেই ব্যাবহার করতে পারেন নিচে (Demo) দিলাম এই নিয়ে পরে আলোচনা করবো…..

 

 

আজকে এতোটুকুই ভালো লাগলে সেয়ার করবেন।

 

ফেইসবুক আমি

আমার সাইট