Site icon Trickbd.com

মেগা পোস্টঃ পিসিতে স্ক্রীনশর্ট নেয়ার জন্য দারুন এক সফটওয়্যার।

Unnamed

আসসালামুয়ালাইকুম। আশা করি সবাই ভাল
আছেন আজ আমি আপনাদের দারুন একটি
সফটওয়্যার উফার দেব
Greenshot স্ক্রীনশর্ট নেয়ার জন্য মজার
একটি সফটওয়্যার। এটির মাধ্যমে আপনি অনেক
সহজেই স্ক্রীনশর্ট নিতে পারবেন। যারা
ব্লগিং করেন বা ফ্রিল্যান্সিং করে তাদের
জন্য স্ক্রীনশর্ট নেওয়া একটি গুরুত্ত্বপূর্ণ
কাজ। বিশেষ করে যারা ব্লগিং করেন বা
ওয়েবসাইটের কন্টেন্ট তৈরি করে থাকেন
তাদেরকে সাধারণত কথায় কথায় স্ক্রীনশর্ট
নিতে হয়।

যদিও কোন সফটওয়্যার ছাড়াও শুধুমাত্র
কীবোর্ড থেকে “Print Screen Sys Rq” কী
প্রেস করার

মাধ্যমে স্ক্রীনশর্ট নেয়া যায়। তারপরও
আমাদের বিভিন্ন স্ক্রীনশর্টের সফটওয়্যার
ব্যবহার করতে হয়।

কারণ সফটওয়্যার এর মাধ্যমে স্ক্রীনশর্ট
নিলে কাজটা অনেক ইজি হয়ে যায়। আবার
খুটিনাটি এডিটিং র জন্য ফটোশপের প্রয়োজন
পড়ে না। ফটোশপ ছাড়াই হালকা- পাতলা
এডিটিং করা যায়।

অনেক কথা বলে ফেললাম। যাদের স্ক্রীনশর্ট
নেওয়ার Greenshot নামক এই সফটওয়্যারটি
প্রয়োজন
তারা এখনই ডাউনলোড করে নিতে পারেন।

ডাউনলোড লিঙ্ক

আর এটি
একটি ফ্রি ওয়্যার সফটওয়্যার। তাই
লাইসেন্সে-crack – কীজেন-সিরিয়াল-প্যাঁচ
কিছুরই প্রয়োজন নেই।
ভাই আমিওতো আপনার মতই রক্তে মাংসে গড়া
একজন মানুষ। তাই আমার কি ভূল-ত্রূটি হতে

পারে না?
আশা করি আপনারা উপক্রিত হবেন। সব ফাইল
কাজ করবে। এবং কোনো প্রশ্ন থাকলে করবেন।
কিন্তু বিসয়ের বাইরে কেউ কিছু বলবেন না,
যেমন লিঙ্ক কাজ করে না, অ্যাপ কাজ করে না,
কারও কাছে আগের থেকে থাকলে ভাল কিন্তু
অন্যদের নিরুত সাহিত করবেন না ।
Exit mobile version