Site icon Trickbd.com

ল্যাপটপ/কম্পিউটার এর কীবোর্ড এ বাংলা লেখুন খুব সহজ এ ( যারা জানেন না তাদের জন্য)

Unnamed

আসলে আমরা সবাই জানি যে আমাদের ল্যাপটপ এ এ ইংলিশ কীবোর্ড থাকে , এ খান থেকে বাংলা লেখা অসম্ভব হয়ে পরে । আমরা আসলে অনেকে এর জন্য পিসি তে কিছু বাংলাই লিখি না । আজ যে trick টা শেয়ার করব এর মাধ্যমে আপনি খুব সহজ এ বাংলাই লিখতে পারবেন । অনেকে হইত জানেন এই পদ্ধতি টা , যারা জানেন না তাদের জন্য লিখলাম ।
তো বুন্ধুরা এই লিঙ্ক https://avro-keyboard.en.softonic.com/download থেকে প্রথম এ সফটওয়্যার টি ডাউনলোড করুন ।
এবার স্ক্রীনশট এর মত করে ইন্সটল দিন .

ইন্সটল হয়ে গেলে অভ্র কীবোর্ড ওপেন করুন । এটা ওপেন হয়ার পর এই রকম আসবে ।

আমরা লেখা লেখি করব, স্ক্রীনশট লক্ষ করুন ।

এই খানে একটা ক্লিক করে বাংলা করে দিন ।

আবার লিখুন বাংলিশ এ লিখুন ” ami banglai gan gai” তাহলে লেখা হবে “আমি বাংলাই গান গাই” ।

যদি কিছু খুজে না পান, তাহলে ওপরের মাউস বাটন এ ক্লিক দিয়া দিন তাহলে এই রকম আসবে , আবার ক্লিক দিয়ে লিখুন ।

আবার ইংলিশ লিখতে চাইলে বাংলা থেকে ইংলিশ করে দিন আর লিখতে থাকুন ।

আর কোন টা তে কি বর্ণের কাজ করে দেখতে ওপরের স্ক্রীনশট এ গোল করা কীবোর্ড বাটন এ ক্লিক দেন । তাহলে এই টা দেখতে পাবেন ।

ব্যাস আজ এই পর্যন্ত , তো ধুমসে লিখতে থাকুন বাংলা আপনার কম্পিউটার এ ল্যাপটপ এ । বিদায় আজকের মত দেখা হবে আবার নাতুন কোন টিউটেরিয়াল এ ।