NCH Softwares কি?
পিসি সফটওয়্যার ডেভেলপ করে এমন একটি কোম্পানি হচ্ছে NCH Softwares । পিসির জন্য তাদের সফটওয়ারের সংখ্যা সঠিক জানা নেই, তবে শতেকখানির কম হবে না । তাদের সফটওয়্যারগুলো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পাশাপাশি ম্যাক ওএস , লিনাক্স এবং কিছু কিছু সফটওয়্যার অ্যান্ড্রয়েড ও আইওএস এর জন্যও পাওয়া যায় ।

স্পেশালিটি কি?
NCH Softwares কোম্পানির টুলস বা সফটওয়্যারগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর ডাউনলোড সাইজ কম । কম মানে অনেক কম । বেশিরভাগ সফটওয়্যারগুলোর সাইজ ২ এম্বির ভিতরে এবং সর্বোচ্চ সাইজ ৬ এম্বি । তার মানে যে কোন সফটওয়্যার ডাউনলোড করা নিয়ে কোন টেনশন নেই । ইন্সটল করাও অনেক সোজা এবং ২ সেকেন্ডের বেশি সময় লাগে না একটি সফটওয়্যার ইন্সটল হতে । সবগুলো সফটওয়্যারই খুবই ফাস্ট, খুব দ্রুত ওপেন হয় এবং কাজ করার সময়ও অনেক ফাস্ট কাজ করে । আর একটা স্পেশালিটি হচ্ছে সবগুলো সফটওয়ারের জন্য NCH Suite নামের একটি ড্যাশবোর্ড রয়েছে । যেকোন সফটওয়্যার ইন্সটল করলেই ড্যাশবোর্ডটি অটো ইন্সটল হয়ে যায় । ড্যাশবোর্ডটি থেকে আপনি তাদের সফটওয়্যারগুলো ডাউনলোড করতে পারবেন । তাদের যেকোন সফটওয়্যার থেকে অন্য সফটওয়ারে ইমিডিয়েটলি সুইচ করতে পারবেন ।

পপুলার কয়েকটি সফটওয়্যার ।
তাদের কয়েকটি সফটওয়্যার রয়েছে যেগুলো মোটামোটি পপুলার । সেগুলোর একটি শর্ট লিস্ট নিচে দিলাম-
অডিও এডিটিং এর জন্য ঃ- WavePad Sound Editor
ভিডিও এডিটিং এর জন্য ঃ- VideoPad Video Editor
ফটো এডিটিং এর জন্য ঃ- PhotoPad Photo Editor
স্ক্রীন রেকর্ডিং এর জন্য ঃ- Debut Screen Recorder
ভিডিও কনভার্টারঃ- Prisom video Convertor
অডিও কনভার্টারঃ- Switch Sound File Converter
ডিস্ক বার্নারঃ- ExpressBurn Disk Burner
ইমেজ স্লাইডশো ভিডিও এর জন্য ঃ- PhotoStage Slideshow Image Producer

এই সফটওয়্যার গুলো দিয়ে আপনার প্রয়োজনীয় সকল বেসিক কাজগুলো সেরে ফেলতে পারবেন । উক্ত সফটওয়্যারগুলো নিয়ে একেকটার উপর একেকটা পোস্ট লিখা যেত । কিন্তু আমি এখানে একসাথে সবগুলো লিখে দিলাম , কারণ এগুলো ডাউনলোড করে আপনারা নিজেরাই সফটওয়্যারগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবেন । কারণ সবগুলো টুলসই ফাস্ট এন্ড ইজি ।

ডাউনলোড কোত্থেকে করব?
তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সকল সফটওয়্যার সহজেই ডাউনলোড করতে পারবেন । অফিশিয়াল সাইটটি ভিজিট করতে পারবেন এই লিঙ্ক থেকে । তাছাড়া যেকোন সফটওয়ারের সাথে দেওয়া স্যুইট এর মাধ্যমে অন্যান্য সফটওয়্যারগুলো সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন ।

সবগুলোই কি ফ্রী সফটওয়্যার?
NCH Softwares এর কোন সফটওয়্যারই ফ্রী না । তাদের সফটওয়ারগুলো প্রফেশনাল মানের তাই সেগুলো তারা ফ্রীতে দেয়নি । তাহলে কি কিনে ইউজ করবেন ? না কিনে ইউজ করতে হবে না । আর আমি জানি বাংলাদেশের কেউ সফটওয়্যার কিনতে যাবেন না । যাই হোক , আমরা সিরিয়াল কি ইউজ করে সফটওয়্যারগুলোকে ফুল ভার্সন করে ফ্রীতেই আজীবন ইউজ করতে পারব ।

সিরিয়াল কি কই পাব?
সবকিছু গুগলের কাছ থেকেই পাবেন । তবে গুগলে অনেক অনেক সিরিয়াল কি পাবেন , যেগুলোর অনেকগুলোই কাজ করে না । তাই আমি আপনাদের সুবিধার্তে উপরে উল্লেখিত পপুলার কয়েকটি সফটওয়ারের সিরিয়াল কি একত্র করেছি । সেগুলো এই পোস্টের নিচে দেওয়া থাকবে । অথবা এই লিঙ্ক থেকে টেক্সট ফাইল ডাউনলোড করতে পারবেন । সিরিয়াল কিগুলো আমার নিজের ব্যাবহারের জন্যই একটা একটা কালেক্ট করেছিলাম । যাই হোক , সিরিয়াল কিগুলো সকল ভার্সনের জন্যই কাজ করবে আশা করি ।

Published on Mar 22, 2017

WavePad 7.13
214025761-wacfclkd

VideoPad 5.11
228697782-yilwcljq

MixPad 4.31
225142035-bixfclss

PhotoPad 3.12
216832349-uhwmclfx

Debut Video Capture Software
201363009-otbxclje
227963984-iiugclcg

Photostage Slideshow
201163141-rttfclma
216660703-vcaecloe
220562784-xvhdclsg

Prism Video Converter 2.63
238225933-tjwkcliz

RecordPad 5.35
213227053-dsukclvb

Tone Generator Software

215272161-uzazclwy
217277745-okpjclfl

Switch Sound File Converter 5.20
210746820-kjqtclzf

Zulu DJ 4.01
200887208-ljnlclsa

আর পপুলার সফটওয়ারগুলো ছাড়া অন্য সফটওয়ারের সিরিয়াল কি লাগলে এই টেক্সট ফাইলটা ডাউনলোড করে ফেলুন, অথবা এই Keygen টাও ডাউনলোড করতে পারেন, এগুলোর অনেকগুলোই কাজ নাও করতে পারে, তবে অনেকগুলো আবার কাজও করে ।

আমি ভেবে পাই না যে এত কম সাইজের একটি সফটওয়্যারে এত ফিচার কেমনে ইমপ্লিমেন্ট করে ।
যাই হোক, পোস্টটি ভালো লাগলে লাইক দেওয়া বাধ্যতামূলক ।

ফেসবুকে আমি Rakib .

-আল্লাহ হাফেজ-

11 thoughts on "NCH Softwares এর সম্পর্কে জানেন তো? {Huge Collection of PC Softwares}"

  1. Ajidur Rahman Subscriber says:
    wow, awesome post??
    1. T-800 Expert Contributor Post Creator says:
      ??
    1. T-800 Expert Contributor Post Creator says:
      ??
  2. Neymar Jr Contributor says:
    photo editing photoshop is best
    1. T-800 Expert Contributor Post Creator says:
      নির্দিধায়
    2. Neymar Jr Contributor says:
      দয়া করে বলবেন পিসির জন্য কোন এন্টিভাইরাসটি সবচেয়ে ভালো???
    1. T-800 Expert Contributor Post Creator says:
      Thanks !

Leave a Reply