Site icon Trickbd.com

(GENUINE) ডাউনলোড করে ফেলুন Windows 10 October Update(লেটেস্ট ভার্সন). এর অরিজিনাল ISO ফাইল + যেকোন উইন্ডোজ এর জেনুইন ফাইল ডাউনলোড করার ট্রিকস । :-)

উইন্ডোজ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যাবহৃত কম্পিউটার অপারেটিং সিস্টেম । আর উইন্ডোজ ১০ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ব্যাবহৃত উইন্ডোজ ভার্সন । এই মুহুর্তে উইন্ডোজ ১০ এর সর্বশেষ ভার্সন হলো Windows 10 October Update. এর কোডনেইম হলো RS5 বা RedStone 5. এর বিল্ড নাম্বার হচ্ছে 1809. আমি ট্রিকবিডির কোন এক পোস্টে এই আপডেটটির ফিচারগুলো নিয়ে আলোচনা করেছিলাম । আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ ১০ এর জেনুইন ISO ফাইল ডাউনলোড করতে হয় ।

**আমরা যে বাজার থেকে সিডি কিনে উইন্ডোজ সেটআপ দিই সেগুলো কপি করা বা মোডিফাইড করা । সেগুলো ব্যাবহার না করাই ভালো ।
**তাই আজকে আমরা দেখব কিভাবে যেকোন উইন্ডোজ এর অরজিনাল ISO ফাইল ডাউনলোড করবেন ।
**এই পদ্ধতিতে আপনি Windows 7,8,8.1,10 এবং এগুলোর যেকোন ভার্সন ডাউনলোড করতে পারবেন ।
**এটা সরারসরি software-download.microsoft.com থেকে ডাউনলোড হবে ।

তাহলে চলুন শুরু করি ঃ-
প্রথমে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করে ফেলুন । চিন্তা নেই । এটা আপনাকে ইন্সটল করতে হবে না মানে পোর্টেবল । আর সাইজ মাত্র ২.৯৭ এম্বি ।
ওপেন করলে দুইটা উইন্ডো ওপেন হবে । উপরের উইন্ডোটাতে ভিডিওএড শো করবে । এটা মিনিমাইজ করে ফেলুন ।

তারপর খুব সোজা । জাস্ট স্ক্রীনশটগুলো ফলো করুন ।

 

 

 

 

 

 

 

 

ব্যাস ।

আজকে এই পর্জন্তই ।
আগামী পোস্টে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা বলব ।

ভালো থাকবেন ।

-আল্লাহ্‌ হাফেজ-