আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আল্লাহর রহমতে আমি ভালোই আছি
বরাবরের মতো আমি আজকেই একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি । কি সম্পর্কে আজকে আমি পোস্ট করেছি তা আপনারা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন। তো আমি পোস্টের শুরুতে বেশি কথা বলবো না।
আজ আমার পোস্টটা হলো কিভাবে জানবেন আপনার Windows এর ড্রাইভারটির সর্বশেষ
আপডেট কত তারিখে আপডেড করা হয়েছিল?
বিস্তারিত পোস্টঃ
সর্বশেষ কত তারিখে আপডেড হয়েছিল দেখতে নিচের স্টেপ গুলো অনুসরণ করুন।
Method 1 – using run program
1] প্রথমেই Windows key আর R কি একসাথে টিপুন।
2] তারপর run ইন্টাপেজ আসবে ওখানে “devmgmt.msc” এটা লিখুন। এবং OK ক্লিক করুন।
4] এবার ড্রপডাউন property থেকে install date এ ক্লিক করুন।
5] তাহলে এবার আপনি ড্রাইভারটির ইনস্টল ডেট দেখতে পারবেন।
Method 2 – using setting
1] প্রথমেই start বাটনে ক্লিক করে setting এ প্রবেশ করুন।
2] তারপর update & security ক্লিক করুন।
3] তারপর view update history টিপুন।
4] তাহলে এবার আপনি আপডেড history গুলো দেখতে পারবেন।
Method 3 – Using third party tools like DriverView
এই আপডেড হিস্টোরি গুলা আপনি আবার third party এপ ব্যবহার করেও দেখতে পারবেন। এমন একটি এপ হলো DriverView. ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
DriverView এপটি ওপেন করলেই আপনি দেখতে পারবেন।
তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
★যদি কোনো সমস্যা বা দরকার হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন নিম্নউক্ত মাধ্যমেঃ
.
আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে