আজ আপনাদের দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েডের মত পিসিতেও http proxy injector ব্যবহার করবেন, এর জন্য এই লিংক থেকে থেকে সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পর অন্যান্য সফ্টওয়্যারের মতই ইনস্টল করুন। আর ইনস্টল করার সময় পাসওয়ার্ড দিবেন a-dev1412 ।
তারপর কনফিগ বানানোর জন্য প্রথমে পেলোড জেনারেট করতে হবে, এটা করার জন্য মেনু বার থেকে Tool এ ক্লিক করলে দেখবেন Payload Generator নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করুন। এখানে গিয়ে নিচের স্ক্রিনশটের মত সেটিং করে নিন। করা হলে গ্রিন টিক চিহ্ন অপশনে ক্লিক করে সেভ করুন।
তারপর fastssh.com থেকে Singapore এর অ্যকাউন্ট করে SSH মেনুতে গিয়ে নিচের স্ক্রিনশটের মত সেটিং করে নিন।
তারপর inject মেনুতে ক্লিক করে নিচে tunnel এ টিক দিন। তারপর প্রক্সি পোর্ট দেওয়ার জন্য এই লিংকে যান । আর নিচের স্ক্রিনশটের মত যেটাতে ১০০% আছে ওই প্রক্সিটাই নিবেন।
সব সেটিং করা হলে স্টার্ট এ ক্লিক করে চালাতে থাকুন এয়ারটেলের ফেবু প্যাক দিয়ে ফাস্ট স্পিডের ইন্টারনেট।
ভালো থাকুন সবাই
9 thoughts on "অ্যান্ড্রয়েডের http injector এর মত আপনার পিসিতেও http proxy injector ব্যবহার করুন খুব সহজে"