কম্পিউটার ব্যাবহার করেন অথচ নোটপ্যাডকে চিনেন না এমন মানুষ হয়ত নেই । উইন্ডোজ এর সাথে বিল্ট-ইন ভাবে দেওয়া থাকে এই সিম্পল টেক্সট এডিটরটি । আজকে আমরা নোটপ্যাড ব্যাবহার করে কিছু মজার ট্রিকস দেখব । শুরু করি…
Matrix Falling Code Effect
হলিউডের ম্যাট্রিক্স মুভিটা হয়ত সবাই দেখে থাকবেন । ঐ মুভির কম্পিউটারগুলোতে যে কোডগুলো দেখা যায়… চলুন আমাদের কম্পিউটারেও এমন ইফেক্ট তৈরি করি । নোটপ্যাড ওপেন করে নিচের কোডটুকু কপি করে পেস্ট করে দিন । তারপর এটিকে Matrix.bat নাম দিয়ে সেভ করুন । ফাইলটাতে ক্লিক করুন তাহলে নিচের ছবির মতো ইফেক্ট দেখতে পাবেন ।
@echo off
color 02
:tricks
echo %random%%random%%random%%random%%random%%random%%random%%random%
goto tricks
Make Your Keyboard Type (Any) Message Continuously
এই ট্রিকসটার কাজ হলো আপনার কম্পিউটারের কিবোর্ড অটোমেটিকেলি একটা মেসেজ টাইপ করতে থাকবে । আপনি যেকোন টেক্সট-ফিল্ড অথবা যেকোন টেক্সট এডিটরে গেলে অটোমেটিক মেসেজটি টাইপ হতেই থাকবে । পারলে কিবোর্ড থেকে Win বাটন প্রেস করেন তাহলেই মজাটা বুঝতে পারবেন । ফ্রেন্ডদের সাথে মজা করার জন্যও এটা একটা চমৎকার ট্রিক্স । নোটপ্যাড ওপেন করে নিচের কোডটুকু পেস্ট করে দিন । তারপর Tricks.vbs লিখে সেভ করুন । ফাইলটাতে ক্লিক করুন তাহলেই শুরু হয়ে যাবে… এটা বন্ধ করার জন্য কম্পিউটার রিস্টার্ট করতে হবে । তাই এটা ট্রাই করার জন্য সকল অ্যাপস বন্ধ করে রাখবেন ।
Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “This is a Virus. You have been infected.”
loop
Make a Personal Diary(Log)
এই ট্রিক্সটা একই সাথে মজার এবং কাজেরও । নোটপ্যাড ওপেন করে .LOG লিখে এন্টার প্রেস করুন । তারপর ফাইলটি যেকোন নাম দিয়ে .txt এক্সটেনশন দিয়ে সেভ করুন । যেমন Log.txt । তারপর থেকে যখনি ঐ ফাইলটি ওপেন করবেন সবসময় automatically বর্তমান টাইম, তারিখ ইনসার্ট হয়ে যাবে । তারপর আপনার নোটটি লিখে ফেলুন । জাস্ট আপনার নোটটি লিখুন এবং ফাইলটি সেভ করে ফেলুন… সময় এবং তারিখ অটোমেটিকেলি ইনসার্ট হয়ে যাবে ।
*উপরের যেকোন ট্রিক্স আপনার কম্পিউটারের কোনভাবে কোন ক্ষতি করবে না । যেকোন VBS Tricks বন্ধ করার জন্য Task Manger ওপেন করে wscript.exe প্রসেসটি বন্ধ করে ফেলুন । Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7, Windows Vista and Windows XP. কম্পিউটারগুলোতে ট্রিক্সগুলো কাজ করবে ।
আজকে এই পর্যন্তই ।
আবার দেখা হবে ।
ফেসবুকে আমি ঃ- Rakib
-আল্লাহ্ হাফেজ-