বিসমিল্লাহির রহমানির রাহিম
.
Hello Friends সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে Trickbd তে ভিজিট করেনা ।তাই আপনাকে Trickbd তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই Trickbd এর সাথেই থাকুন ।
.
.
আপনার উইন্ডোজ 10 টাস্ক
ম্যানেজারে 100% ডিস্ক
ব্যবহারের ফলে পিসি কী হ্যাং
করছে।
.
আপনি কী কম্পিউটার চালু করেই
বিপাকে পরেছেন, উইন্ডোজ ১০
অপারেটিং সিস্টেম মাঝে মধ্যে
নতুন ধরনের সমস্যা দেখা যাচ্ছে।
.
কম্পিউটার চালুর পর পরই
হার্ডডিস্ক ড্রাইভের ব্যবহার
শতভাগ দেখায়। অর্থাৎ টাস্ক
ম্যানেজার খুললে সেখানে ডিস্ক
ব্যবহারের পরিমাণ দেখায়
১০০%, এতে অনেকক্ষণ

কম্পিউটারে কোনো কাজ করা যায় না আজ আমি এই বিষয় আপনাদের সমাধান দিবো।
.
আপনার কম্পিউটার স্টার্ট হওয়ার পর টাস্ক ম্যানেজারে 100% ডিস্ক ব্যবহার দেখা যাচ্ছে ফলে আপনার কম্পিউটার ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হ্যাং হয়ে থাকছে মাঝে মাঝে বেশী সময় ধরে কম্পিউটার ব্যবহার করা যাচ্ছে না হ্যাং প্রতিনিয়ত করছে নিচের Screenshot এর মতো

সমাধান টা দেখুন এবার।
প্রথমে উইন্ডোজ 10 সার্চ বক্সে
ক্লিক করে Device Manager লিখে কি-বোর্ড এর Enter চেপে “Device Manager” ওপেন করতে হবে।

“IDE ATA/ATAPI
Controllers” অপশনের অধীনে আপনার পিসির “SATA AHCI Controller” ড্রাইভারের উপরে ডাবল ক্লিক করতে হবে।

“Driver Properties” ওপেন হলে “Driver” ট্যাবে ক্লিক করে “Driver Details” অপশনে ক্লিক করতে হবে। এখানে যদি আপনি “StorAHCI.sys” নামে কোনও অপশন দেখতে পান তাহলে বুঝতে হবে আপনি ইনবক্স ড্রাইভার ব্যবহার করছেন যার ফলে এই সমস্যাটি হচ্ছে।

একই উইন্ডোর “Details” ট্যাব থেকে ডিভাইস ইন্সটেন্স পাথটি কপি করুন। কপি করার জন্য আগে ড্রপডাউন ম্যানু থেকে ডিভাইস ইন্সটেন্স পাথ সিলেক্ট করুন এবং রাইট বাটনে ক্লিক করে পাথটি কপি করে নোটপ্যাডে অথবা অন্য কোথাও রাখুন।

কি-বোর্ড এর “Windows+r” বাটন চেপে Run অপশনটি ওপেন করুন এবং সেখানে regedit লিখে এন্টার বাটনে চাপ দিতে হবে।

এবার যে উইন্ডোটি খুলবে সেখান
থেকে “HKEY_LOCAL_
MACHINE” ক্লিক করে,
System এ যেতে হবে,
“CurrentControlSet” এ
ক্লিক করে, “Enum” সিলেক্ট
করতে হবে এবং “PCI” তে যেতে হবে। এরপর আপনার ডিভাইস ইন্সটেন্স পাথের সঙ্গে মিল আছে যে আইডিতে সেটিতে ক্লিক করতে হবে। এরপর “Device Parameters” এ গিয়ে “Interrupt Management”
এর অধীনে “MessageSignaledInterru এ ক্লিক করতে হবে।

এখানে MSI support value 1 থাকলে ০ করে দিতে হবে এবং
“OK” চেপে বের হয়ে যেতে হবে।
পুরো প্রক্রিয়াটি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করে সম্পন্ন করতে হবে। ডিভাইস আইডি বের করার সময়ও সতর্ক থাকতে হবে আপনার কাজ এখন শেষ ।
.
.
যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ।
.
.
আথবা আমাকে ফেইসবুকে বলতে পারেন
MD Shakib Hasan
.
আর হে আর জাবা সম্পর্কে ভালো কিছু Tips এবং জাবা সম্পর্কে জানতে আমার জাবা Group এ সবাই Join করেন ।
Java Mobile Tips

4 thoughts on "উইন্ডোজ ১০ টাস্ক ম্যানেজারে ১০০% ডিস্ক ব্যবহারের ফলে পিসি হ্যাং এর সমাধান দেখুন।"

  1. MD BILLAL 01 Contributor says:
    Vai Laptop er RAM 4GM kintu Useable 3.89 GB er ki kono somadhan ace RAM Free korar
    1. AlphaX Contributor says:
      Vai apni ki Laptop new user naki.3.89GB useable oita default option oita kno problem nah .
    2. MD BILLAL 01 Contributor says:
      Ha vai ai jonno too jante cilam
  2. habiBVaii Contributor says:
    it’s not working

Leave a Reply