সবাই কেমন আসেন ,আশা করি ভালো আছেন অনেক দিন পর আবার নতুন একটা পোস্ট নিয়ে আসলাম ,
আজ দেখাবো কেমন করে কোন ধরনের সফটওয়্যার ছাড়া আপনার Laptop কে Router এ পরিনত করবেন ,
প্রথমে 4kb একটা ফাইল আপনাদের ডাউনলোড করে নিতে হবে আপনাদের সবিদার জন্য আমি দিয়ে দিলাম
এই ফাইল ছারাও হবে তবে একটু জামেলা অনেক লেখতে হবে কিন্তু এই ফাইল থাকলে আপনাকে কিছু লেখতে
হবে না ,
Download
১।ফাইলটি Run As Administrator করুন
২। Yes চাপুন,
৩।নিচের স্কিনসট এর মত আসবে।
৪।এখন কি বোড থেকে যে কোন কি চাপুন।
৫।দেখুন নতুন একটা Wi-Fi ওপেন হয়েছে যার নাম দেওয়া আছে My_Pc আর পাসওয়াড দেওয়া আছে 00000000 শূন্য।
৬। Start এ যান,
৭।Control Panel এ যান। এবং View Network Status And Tasks চাপ দিন,
৮। Change Adaptar setting এ যান,
৯। আপনার কানেক্ট করা মডেম এর Properties এ যান,
10. এখন Sharing এ যান,
১১। এখানে ৩ টায় টিক দিন ,আর যে আপনার বানানো Wi-Fi এর নাম এখানে নিচের মত করে সেলেক্ট করে Ok দিন,
বাস কাজ শেষ এখন মোবাইল দিয়া চালাতে থাকেন । আর এটা একবার সেটিং করলে আর করতে হবে না ,
কোন সমস্যা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন