সাবাই কেমন আছেন?আমি ভাল আছি। আজ দেখাব কিভাবে Bios এর পাসোয়ার্ড রিসেট করবেন।
Note: অবশ্যই কম্পিউটার চালু অবস্থায় থাকতে হবে।
এতে CMD কমান্ড কে কাজে লাগাব আমরা।তাহলে ওপেন করুন CMD। এভাবে Start বাটন এ ক্লিক করেন।
সার্চ করুন CMD লিখে।পেয়ে যাবেন না পেলে অন্য ভাবে নিয়ে আসুন।
যাইহোক আশাকরি ওপেন করতে সক্ষম হয়েছেন।এবার আসল কাজ আসি।
১.টাইপ করুন debug তারপর ইন্টার প্রেস করুন।
২.তারপর o 70 2E টাইপ করে ইন্টার প্রেস করুন।
৩.আবার o 71 FF টাইপ করে ইন্টার প্রেস করুন।
********** ব্যাস কাজ শেষ**********
তবে এখানে o টা নাম্বার হিসেবে ব্যাবহার করবেন না।
এটা ইংরেজি অক্ষর।
আজকের এই টিউন হয়তো আজ কাজে লাগবে না কাল ঠিক কাজে লাগবে।
আজ তাহলে আসি।সবাই পরের টিউন অব্দি অপেক্ষা করুন ভাল কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ।