সিস্টেম ইউনিটের হার্ডওয়্যার কম্পোনেন্ট চিহ্নিত করণ একটি PC System এ সাধারণত নিম্নলিখিত অংশসমূহ থাকেঃ
1. Input Unit
2. Out put Unit,
3. Display Unit
4. System Unit
Input Unit
প্রতিটি কম্পিউটারের সাথে একটি কিবোর্ড এবং একটি মাউস যুক্ত থাকে যা ইনপুট ইউনিট হিসেবে কাজ করে। এছাড়াও Light pen, Scanner, Digitizer ইত্যাদি।
Input হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।
Out put Unit.
প্রতিটি কম্পিউটারের সাথে আউটপুট ইউনিট হিসাবে বিভিন্ন ধরণের Printer (ডট মেট্রিক্স প্রিন্টার, ইঙ্ক জেট প্রিন্টার, লেজার প্রিনটার) ব্যবহার করা হয়। এছাড়াও Map
বা Drawing design ইত্যাদি Print করার জন্য Plotter ব্যবহার করা হয়।
Display Unit
প্রতিটি কম্পিউটারের সাথে একটি Monitor, Display Unit হিসাবে ব্যবহৃত হয়। বর্তমানে ICT মনিটরের পাশাপাশি LCD মনিটর ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
System Unit
Computer এ বক্সের মত যে অংশটি থাকে সেটাই System Unit. System Unit এর ভিতরে সাধারণত নিম্নলিখিত অংশসমূহ থাকে-
(১) মাদার বোর্ড
(২) এক্সপানসন স্লট
(৩) Key Board Connector
(৪) প্রসেসর
(৫) PS/2 Mouse connector
(৬) ম্যাথ কো প্রসেসর
(৭) Serial Port
(৮) র্যাম
(৯) Parallel Port
(১০) রম
(১১) USB Port
(১২) DIP সুইচ
(১৩) রিচার্জ এবল ব্যাটারী ।
মাদার বোর্ড।
মাদারবোর্ড হচেছ কম্পিউটারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি সার্কিট বোর্ড যেখানে অনেকগুলো ইলেকট্রনিক্স যন্ত্রাংশ স্থাপন করা থাকে এবং কম্পিউটারে ব্যবহৃত
যাবতীয় কার্যক্রমের সহযোগী হিসেবে প্রত্যেকটি যন্ত্রাংশ কোন না কোনভাবে মাদার বোর্ডের সাথে সংযুক্ত থাকে।
প্রসেসর
Processor কম্পিউটারের একটি প্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। Processor কে কম্পিউটার এর Brain হিসেবে সংজ্ঞায়িত করা হয় । Processor এর গতির। উপর কম্পিউটারের কাজের গতি নির্ভর করে।
ম্যাথ কো প্রসেসরঃ
Math-co-Processor টি Processor এর সহযোগী হিসেবে কাজ করার সময় কম্পিউটার এর প্রসেসিং গতিকে বাড়িয়ে দেয়। তবে উল্লেখ্য যে, বর্তমানে যে প্রসেসরগুলো ব্যবহৃত হয় তার সাথে Co-Processor Built in থাকে। সেক্ষেত্রে আলাদা Math-co-Pressor ব্যবহার করা হয় না।
RAM:
প্রক্রিয়াকালীন সময় কম্পিউটারের ডাটা সংরক্ষণের জন্য যে ডিভাইসটি ব্যবহার করা হয় তাকে RAM ৰলে । RAM এক ধরণের Temporary Storage Device যা Primary memory হিসেবে পরিচিত। RAM কে Read/Write type এর
memory ও বলা চলে।
ROM:
এক ধরনের Permanent storage বা Primary memory হিসেবে পরিচিত। BIOS এর Instruction গুলি Manufacturing এর সময় ROM-এ Store করে দেয়া থাকে যাহা Computer On করার সাথে সাথে Screen & Display করে ।
BIOS এর মধ্যে একটি Self test Program (Power on Self text) থাকে যাহা Computer booting এর সময় Computer এবং connected peripreral গুলি check করে থাকে। উল্লেখ্য যে ইহা Read only.
রিচার্জএল ব্যাটারীঃ
Motherboard এ একটি 3:5 বা 3 volt এর ব্যাটরী কী লাগানো থাকে। এই Battery টি Computer off অবস্থায় CMOS Chip এ Power সরবরাহ করে থাকে।
DiP সুইচঃ
DIP সইচ শুধুমাত্র XT Computer এ থাকে। এটি ৮ টি ON/OFF Switch
মিষ্ট একটি Switch যেহেতু XT Computer এ কোন Setup utility
Program থাকে না তাই এই ক্ষেত্রে Switch গুলি এর OFF/ON মাধ্যমে
Computer Configuration ঠিক করা হয়।
Expansion Slot:
G Slot গুলের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্ড (সাউন্ড কার্ড, টিভি কার্ড, মডেম, ভিজিএ কার্ড) সংযুক্ত করা হয়। যেমন-
ISA Slot- 16 bit Data Transmission
PCI Slot- 32 bit Data Transmission
AGP Slot- 64 bit Data Transmission
ক্লক জেনারেটরঃ
মাদারবোর্ডে বসানো ছোট ছোট IC ৰা Chip যেমন প্রসেসর, ম্যাথ কো প্রসেসর, প্রেগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, প্রোগ্রামেবল পেরিফেরালস ইন্টারফেস ইত্যাদি এর পক্ষে information Processing সম্ভব কারণ Clock generator Continuously বিভিন্ন রকম Clock signal motherboard এর মাধ্যমে পাঠায়।
পি আই টি (প্রোগ্রামেবল ইন্টারভ্যাল টাইমার):
পি আই টি বিভিন্ন ধরনের ক্লক পালস গ্রহন করে Clock Control এবং dynamic RAM রিফ্রেস করার জন্য ব্যবহৃত হয়।
পি পি আই (প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস)
প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস এর তিনটি ৪ bit port রয়েছে। প্রতিটি port ইনপুট অথবা আউটপুট হিসাবে Configure করা যায়। Port A, Keyborad কে read করে Port B Progarmable Interal timer কে cnable করে Port C, 8253 timer output channel read করে।
পি আই সি (প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার)
একটি কম্পিউটারের প্রত্যেক বার কোন না কোন পেরিফেরাল এর সাথে কমিউনিকেট করার প্রয়োজন হয়। কম্পিউটারের সকল ইনপুট এবং আউটপুট ফাংশন সমূহ ইন্টারাপ্ট সিগন্যাল দ্বারা হয়। ঐ Peripheral, Interrupt Controller কে একটি Signal পাঠিয়ে CPU কে ইন্টারাপ্ট করতে Request করে ।
মাদার বোর্ড এক্সটারনাল জাম্পার সেটিং
কম্পিউটার কেসিং এর বাহিরের দিকে কতকগুলি Switch এবং LED থাকে যাদেরকে Jumper এর Motherboard সাহায্যে এর সাথে Connect করা হয়।
USB Port:
মাদারবোর্ড সাধারণত ৩-৪টি ৪ পিনের USB Port যুক্ত থাকে। ইহাতে সাধারণত প্রিন্টার, স্ক্যানার, ক্যামেরা, পেন ড্রাইভ ইত্যাদি যুক্ত করা হয়।
Keyboard connector:
Serial (DIN) এবং PS/2 (MINI Din) নামে দুই রকমের Keyboard connector ব্যবহার করা হয়।
My Site :
TuneRound.Com