আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন,আশা করি ভালো।
আজকে আপনাদের মাজে বিশেষ কিছু নয় যারা আপনার পিসি দিয়ে যেকোনো ভিডিও গান অডিও করতে পারেন না তাদের জন্য পোস্ট।আর যারা এ বিষয় জানেন তাদের পোস্ট দেখার দরকার নাই কারন এটা যারা জানেননা তাদের জন্য পোস্ট।কি করে সেটা করবেন চলুন দেখিয়ে দেই।
যেকোনো ভিডিও গান অডিও করার জন্য একটা সফটওয়্যার লাগবে যার নাম হলও Format Factory।এটা অনেক পিসিতে ইন্সটল করা আছে যাদের নেই তারা নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
ডাউনলোড করে আপনার পিসিতে এটা ইন্সটল করে নিন।
তারপর এটা ওপেন করুন একটু লোড নিয়ে এ রকম আসবে।
এ রকম আসলে যেকোনো গান অডিও করতে Audio তে ক্লিক করে all to mp3 তে ক্লিক করুন।
আগেই বলি যে গান অডিও করবেন সেটা একটা ফোল্ডারে রাখবেন।এ রকম আসলে Add Folder ক্লিক করুন।
তারপর Browse এ ক্লিক করে যে ফোল্ডারে ভিডিও গান রেখেছেন সেটা সিলেক্ট করে ok তে ক্লিক করুন।
আপনার অডিও ফাইলটি দেখাবে ok তে ক্লিক করুন।
তারপর এ রকম আসলে start এ ক্লিক করুন।
তারপর ১০০% লোড হয়ে ফাইলটি অডিও হয়ে যাবে।
তারপর আপনার ফোল্ডারে অডিও গানটি সেভ হয়ে যাবে।
এখান থেকে আপনারা ভিডিও HD গান সাইজ কমিয়ে 3g করতে পারবেন একেবারে এই সিস্টেমে।আজকের পোস্ট এ পর্যন্তই,সবাই ভালো ট্রিকবিডি এর সাথেই থাকবেন।
[আল্লাহ্ হাফেজ]