হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।আজ হাজির হয়ে গেলাম ২৯ডলার মূল্যের Windows Software যার নাম ULTRAISO Premium তার সংক্ষিপ্ত রিভিউ এবং ফ্রি ডাউনলোড লিংক নিয়ে তাহলে চলুন শুরু করা যাক।



আমি যে 9.7.1.3519 ভার্সন টি শেয়ার করতে যাচ্ছি তা প্রকাশ করা হয়েছে January 24, 2018.UltraISO এর দুইটি ভার্সন আপনি পাবেন যার মধ্যে একটি হলো ফ্রি ভার্সন এবং অন্যটি প্রিমিয়াম ভার্সন যা ব্যবহার করতে হলে অবশ্যই ক্রয় করে ব্যবহার করতে হবে।
ক্রয় করলে এর সব ফিচার ব্যবহার করার সুবিধা পাবেন এছাড়াও থাকবেনা কোন সাইজ লিমিট কিংবা অন্যান্য সমস্যা।



তবে চিন্তার কিছুই নেই আমি প্রিমিয়াম ভার্সনের ডাউনলোড লিংক পোষ্টের শেষে সংযুক্ত করে দিবো।

তবে অবশ্যই এর আগে জেনে নিতে হবে এই সফটওয়্যার দিয়ে কি কাজ করা যায় আমি তাদের অফিশিয়াল ফিচার গুলোর একটি চিত্র দিচ্ছি আশা করি দেখলেই বুঝে ফেলবেন।

তাহলে উপরের চিত্র দেখে আশা করি বুঝতে পেরেছেন এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা যাবে।
তারপরের যারা আমার থেকে সংক্ষেপে জেনে নিতে চান তাদের জন্য সংক্ষেপে এবং সহজে উপস্থাপনের চেষ্টা করছি।

আপনি এই সফটওয়্যার দিয়ে CD/DVD কে ISO ফাইলে Convert করতে পারবেন অথবা চাইলে যে কোন ফাইলকে ISO Format এ রুপ দিতে পারবেন এবং সাথে চাইলে ISO ফাইল টিকে CD/DVD তে Burn করতে পারবেন। আর এর সবথেকে আমার পছন্দের ফিচার হলো Bootable USB কিংবা Bootable Disc তৈরী করা।

এছাড়াও অনেক সুবিধা রয়েছে আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন।

এবার আসি ডাউনলোড এবং প্রমিয়াম ভার্সন নিয়ে কিছু জেনে নেওয়া যাক।
প্রথমত আপনি ডাউনলোড করা হয়ে গেলে Rar ফাইল পাবেন তা প্রথমে Extract করুন তাহলে Exe ফাইল পাবেন তা প্রথমে Install করে ফেলুন এবং অন্য ফোল্ডার থেকে প্রিমিয়ামের Medicine ফাইল টি দিয়ে Active করে নিন।

যারা প্রিমিয়াম করতে সমস্যা মনে করছেন তবে নিচের ভিডিও টি দেখতে পারেন হয়তো কাজে আসবে।

https://youtu.be/HUQyDvN1XL0

এবার চলুন ডাউনলোড করে নেওয়া যাক তাহলে নিচের লিংক দেখুন এবং উপরে উল্লেখিত নিয়ম মানুন প্রিমিয়াম ভার্সন উপভোগ করার জন্য।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

তাহলে আর কি আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যঃ সাইবার প্রিন্স

6 thoughts on "Download করে নিন 29.95$ ডলার মূল্যের UltraISO Premium সম্পূর্ন ফ্রিতে আপনার কম্পিউটারের জন্য"

    1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
      ❤❤❤ ভাইজান
  1. Avatar photo Cyber Prince Author Post Creator says:
    ❤❤❤ ভাইজান
  2. Avatar photo bappi banik Author says:
    আমাকে কেহ পারলে হেল্প করুন।
    এরকম প্রায় সাইটেই এই Add গুলা দেখা যায় বাট এই Add গুলা কোন কম্পানির তা কিভাবে বের করব আমি। আমার এরকম কিছু Add net এর সাথে যুক্ত হতে চাই। এই Add Netowark গুলা মনে হয় অনেক বিশ্বস্ত তাই সকলেই ব্যবহার করে। যারা এরকম Ad netowork এর সাথে যুক্ত আছেন তারা হেল্প করুন বা কেহ জেনে থাকলে একটু বলুন।

    পিক টা ভাই trickb r group e disi dekhun..
    https://m.facebook.com/groups/511854328912602?view=permalink&id=2202137716550913

  3. Avatar photo Rokib Islam Contributor says:
    ডাউনলোড হয়না
  4. Avatar photo Rokib Islam Contributor says:
    not Download

Leave a Reply